বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : হুয়াওয়ে নিয়ে এলো ‘নেক্সট-জেনারেশন অ্যাসুরেন্স ইন নেটওয়ার্কস’ নামক অভিনব প্রযুক্তির হোয়াইট পেপার। ডিজিটাল রূপান্তরকরণের ক্ষেত্রে হোয়াইট পেপার যোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান (সিএসপি)-এর এনএফভি অ্যাসুরেন্স এবং প্রযুক্তি রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা বিস্তারিতভাবে বিশ্লেষণ করে থাকে।
যেহেতু বিশ্বব্যাপী সিএসপি-এর শুরু টেলকো ক্লাউড নেটওয়ার্ক স্থাপনের জন্য, রূপান্তরকরণের যাত্রায় এর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো বর্তমান যুগের ব্যবসা এবং সেবার চাহিদা পূরণে নেটওয়ার্ক পুনর্গঠন করা। নেটওয়ার্ক আর্কিটেকচারে পরিবর্তনের লক্ষে অপারেশন এবং রক্ষণাবেক্ষণ দলকে কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় যেমন- নতুন এবং দক্ষ রক্ষণাবেক্ষণ পদ্ধতি নিয়ে আসা, টেলিকম সেবার জন্য নির্ভরযোগ্য প্রয়োজনীয়তা সমর্থন করা এবং নেটওয়ার্ক সংক্রান্ত নিরাপত্তা এবং ব্যবহারকারীর ইতিবাচক অভিজ্ঞতা নিশ্চিত করা।
উল্লেখ্য, নির্ভরযোগ্যতা এবং পুনরুদ্ধারকরণের ক্ষেত্রে গতানুগতিক পদ্ধতি হিসেবে ‘সমস্যা-প্রতিক্রিয়া’ পদ্ধতি ব্যবহার করা হয় যেখানে- বিভিন্ন খুচরা ব্যবসার ক্ষেত্রে ইউনিফাইড পর্যবেক্ষণ, এলার্ম প্রতিষ্ঠা এবং সমস্যা সনাক্তকরণ সংক্রান্ত পরিচালনার ক্ষেত্রে এনএফভি নেটওয়ার্কসের জন্য দরকার উন্নত ও ক্ষমতাসম্পন্ন পদ্ধতি।
এছাড়া ঝুঁকি সনাক্তকরণ এবং নেটওয়ার্কের সম্ভাব্য সমস্যার সমাধান, প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণকে প্রাধান্য দেয়া এবং ক্রমাগত উন্নতির ক্ষেত্রে প্রয়োজন অ্যাকটিভ নেটওয়ার্ক ডাটা ফোরকাস্ট অ্যান্ড অ্যানালাইসিস। জটিল মূল্যায়ন ব্যবস্থা স্থাপনার মাধ্যমে স্বাস্থ্য এবং বিশ্বাসযোগ্যতা নিশ্চিতকরণের ক্ষেত্রে সম্প্রতি এই বিষয়ে কনসিডারেসন্স, বেস্ট প্র্যাকটিসেস অ্যান্ড রিকোয়ারমেন্টস ফর এ ভার্চুয়ালাইজড মোবাইল নেটওয়ার্ক নামক একটি হোয়াইট পেপারে এর ব্যাখ্যা দেয় জিএসএমএ।
অন্যদিকে, স্বয়ংক্রিয় অ্যানালাইসিস, ক্লোজড-লুপ অটোমেশন, সনাক্তকরণ অ্যানালাইসিস, রক্ষণাবেক্ষণ এবং স্বয়ংক্রিয় আপডেটের মতো অত্যাধুনিক প্রযুক্তি মানব পরিচালিত কাজের প্রভাব কমিয়ে এবং কর্মদক্ষতাকে উন্নত করে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ দলকে ক্রমবর্ধমান এই জটিল প্রক্রিয়ার সঙ্গে খাপ খাওয়াতে সাহায্য করবে।
যেহেতু নেটওয়ার্ক এবং সেবা পরিচালনার ক্ষেত্রে এনএফভি, নেটওয়ার্কের উচ্চ ক্ষমতাসম্পন্ন রক্ষণাবেক্ষণের নিশ্চয়তা প্রদান করা বেশ জটিল। ডিজিটাল বিবর্তনের চাহিদা পূরণ এবং টেলিকম পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের সফল প্রত্যাবর্তনের লক্ষে এই খাতের উচিত আরো সক্রিয়ভাবে কিছু নতুন ক্ষমতাসম্পন্ন সেবা এবং প্রযুক্তি প্রবর্তন করা।