হৃদরোগ নয় খুন করা হয়েছে বলে দাবি অনুরাগীদের

বলিউডের উজ্জ্বল নক্ষত্র মাত্র জ্বলতে শুরু করেছিল এরই মধ্যে চারদিকটা যেনো অন্ধকারে ভরে উঠেছে। ছোট পর্দা থেকে উঠে আসা বিগ বস জয়ী বলিউড অভিনেতা সিদ্ধার্থ শুক্লা মাত্র ৪০ বছর বয়সেই চলে গেলেন না ফেরার দেশে। চিকিৎসক হৃদরোগে মারা যাওয়ার কথা বললেও তার অনুরাগীরা মানতে রাজি নন। তাদের মধ্যে বেশিরভাগই তার এই হঠাৎ মৃত্যুকে “খুন” বলে চিহ্নিত করছেন।

তারা মনে করছেন, সিদ্ধার্থের মৃত্যুর ‘আসল কারণ’ আড়াল করছে হাসপাতাল কর্তৃপক্ষ। কারন এর আগেও ঘটেছিল এমন ঘটনা কিংবদন্তি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ক্ষেত্রে।

সূত্র অনুসারে জানা যায়, বুধবার (০১ সেপ্টেম্বর) রাতে ঘুমের আগে একটি ওষুধ খেয়েছিলেন সিদ্ধার্থ। সকালে সময়মতো না উঠায় এবং ডাকাডাকি করলে সাড়া না দেওয়ায় তাকে মুম্বাইয়ের কুপার হাসপাতালে নেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি, হাসপাতালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পাশাপাশি জানিয়ে দেওয়া হয়, অভিনেতার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।

সিদ্ধার্থের পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে, তার মৃত্যু কোনো অস্বাভাবিক কারণে হয়নি। কিন্তু অনুগামীদের দাবি অভিনেতাকে খুন করা হয়েছে। তাছাড়া কুপার হাসপাতাল বলিউডের মানুষখেকো একটি হাসপাতাল বলে উল্লেখ করছেন অনেকে। হাসপাতালটির বিরুদ্ধে অনুগামীদের ক্ষোভ বেড়েই চলেছে।

সিদ্ধার্থ শুক্লার মৃত্যু রহস্য উদঘানটে হাসপাতালের চিকিৎসক আর পরিচালকণ্ডলীর সদস্যদের ভূমিকা খতিয়ে দেখার দাবি উঠেছে। এক টুইটার ব্যবহারকারী কুপার হাসপাতাল নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন। অনেকেই বলছেন এই হাসপাতাল একটি রাক্ষুসে হাসপাতাল।

আরো জানা গেছে, বারবার একই ঘটনা ঘটছে কুপার হাসপাতালে। প্রথমে সুশান্ত সিং রাজপুত, আর এবার সিদ্ধার্থ শুক্লা। নেটিজেনরা বলছেন, সুশান্তের ক্ষেত্রে যে ঘটনা ঘটছে সিদ্ধার্থের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে।

সিদ্ধার্থ শুক্লা ও সুশান্ত সিং রাজপুত দু’জনেই তরুণ অভিনেতা। দু’জনেই ছোটপর্দা থেকে উঠে এসে নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন বড়পর্দায়। দু’জনেই আচমকা পৃথিবী ছেড়ে চলে গেলেন। দুই অভিনেতার এই সাদৃশ্যগুলো চমকে দিচ্ছে অনুরাগীদের। ফলে সিদ্ধার্থের মৃত্যুর দিন শিরোনামে সুশান্ত সিংহ রাজপুত। শুধু সুশান্ত নয়, নেটমাধ্যমে সব চেয়ে চর্চিত বিষয় মুম্বাইয়ের কুপার হাসপাতাল।

ঘটনাচক্রে দুই অভিনেতার মৃত্যু নিয়ে এখন প্রচুর প্রশ্ন, সন্দেহ বাসা বেঁধে আছে অনুরাগীদের মনে। ফলে সুশান্তের মৃত্যুর পরেও এই হাসপাতালকে নিয়ে যেমন জল্পনা মাথাচাড়া দিয়ে উঠেছিল, ঠিক তেমনই এক বছর পরে সিদ্ধার্থের আকস্মিক মৃত্যুর থিতিয়ে পড়া সেই জল্পনাকেই যেন আরও উস্কে দিল।