
নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, ‘ছোটবেলায় বাবার মতো আমারও মুজিব কোট পড়ার খুব শখ হতো। কিন্তু বাবার মুজিব কোট আমার গায়ে বড় হতো বলে পড়তে পারতাম না।’
শনিবার রাজধানীর আজিমপুর কমিউনিটি সেন্টার মাঠে সাত দিনব্যাপী ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উৎসব-২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সাঈদ খোকন বলেন, ‘ছোটকাল থেকে বাবাকে অনুসরণ করতাম। বাবা কী করতেন, কোথায় যেতেন, সেগুলো অনুসরণ করতাম। তিনি যে কাপড়-জুতা পরিধান করতেন সেগুলো পড়ার চেষ্টা করতাম। আমার বাবা পায়জামা-পাঞ্জাবির সাথে মুজিব কোট পড়তে খুব স্বাচ্ছন্দ্যবোধ করতেন। আমিও সেগুলো পড়তে চাইতাম। কিন্তু বাবার মুজিব কো্ট আমার খুব বড় হতো। তখন বাবা বলতেন বড় হও, অবশ্যই আমার এ মুজিব কোটই তুমি পড়তে পারবে। বাবার সে কথাগুলো আজ মনে পড়ে খুব। বাবার সে আদর্শের মুজিব কোট পড়ে যেন আমি বাবার সে লালিত আদর্শকে ধারণ করতে পারছি। মনে হয়, হৃদয়ের কোনো এক জায়গায় জাতির জনক বঙ্গবন্ধুকে ধারণ করতে পেরেছি।’
‘বঙ্গবন্ধু আমার মনোজগতে। জাতির এ মহান নেতাকে আমি সবসময় ভিন্নভাবে নিজের ভেতর ধারণ করি। তিনি কীভাবে দেশের মানুষের জন্য নিজের জীবন বাজি রেখে কাজ করে গেছেন, সেটি আমাদের প্রত্যেকের হৃদয়ে ধারণ করতে হবে। তার চেতনায় উজ্জীবিত হয়ে দেশের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে,’ বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র।
তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর মতো মানুষ শতাব্দির পর শতাব্দিতে একজনই আসেন। তিনি দল-মত নির্বিশেষে সব বিতর্কের ঊর্ধ্বে। তিনি আমাদের মুক্তির পথ দেখিয়ে গেছেন। আর সে দেখানো পথে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক মুক্তির সংগ্রাম করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।’
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
স্পিকার বলেন, ‘বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ মার্চে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, তার প্রতিটি বাক্যে বাক্যে আছে শিক্ষণীয় বিষয়। আমাদের প্রত্যেককে সেটি আত্মস্থ করতে হবে। তিনি ক্ষমতায় আসার জন্য আন্দোলন করেননি। তিনি জাতির মুক্তির জন্য আন্দোলন করেছেন। বঙ্গবন্ধু বলেছিলেন, আমাদের দাবিয়ে রাখতে পারবা না না। আজ প্রতিটি অক্ষরে অক্ষরে এর প্রমাণ দিচ্ছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি জাতির জনকের ৭ মার্চের ভাষণেরই প্রতিফলন।’
স্পিকার আরো বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের একটি পবিত্র পতাকা ও সংবিধান দিয়ে গেছেন। এর পবিত্রতা আমাদের রক্ষা করতে হবে। তিনি মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন। দেশের কল্যাণে কাজ করতে উদ্বুদ্ধ করেছেন। তার দেখানো সে পথ ভুলে গেলে চলবে না। সকলে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।’
২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু জাদুঘরের প্রধান তত্ত্বাবধায়ক নজরুল ইসলাম খান, ঢাকা ওয়াসার চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ।