হেমায়েতপুর হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৮৭ লাখ টাকার হেরোইন, ৫টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ২২ হাজার ৫৯০ টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪-এর (সিপিসি-২) অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খাঁন।

গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার মো. জামাল উদ্দিন (৫০), রাজশাহীর মো. সজিব (২১) ও মো. জয় (২২)।

র‍্যাব-৪ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা জানিয়েছে, তারা পরস্পর যোগসাজোশে বেশ কিছুদিন ধরে দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশপাশের এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।