হেলমেট ছাড়া মোটরসাইকেল না চালাতে ছাত্রলীগের প্রতি আহ্বান

নিজস্ব প্রতিবেদক : শনিবার ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় তিনি এ আহ্বান জানান। সভায় ওবায়দুল কাদের বলেন, ‘‌আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের এ আহ্বান জানাচ্ছি।’

হেলমেট ছাড়া মোটরসাইকেল না চালাতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

ছাত্রলীগকে আরো সুশৃঙ্খল ও সুসংগঠিত হতে হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, গুটি কয়েকের জন্য সরকারের অর্জন ম্লান হতে পারে না। যারা অপকর্ম করবে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা নিতে নেত্রী নির্দেশ দিয়েছেন। যে ছাত্রলীগের অতীত গৌরবমণ্ডিত, সেই ছাত্রলীগের বর্তমান কলঙ্কিত হতে পারে না। যারা অপকর্ম করবে তাদের ছাত্রলীগে থাকার অধিকার নেই।

ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে ছাত্রলীগের বর্তমান ও প্রাক্তন কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা ও ছাত্রলীগের দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা শুরু হয়। পরে বেলুন ও পায়রা ওড়ানো হয়।