হোটেলে অচেনা পুরুষের সঙ্গে জ্যাকুলিন, ভিডিও ভাইরাল

বেশ কিছু দিন আগের ঘটনা। বিদেশে বলি বাদশাহ শাহরুখ খানের সঙ্গে জুতা কিনছিলেন মেয়ে সুহানা খান। সেই ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে। একই ঘটনা ঘটল বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে। দিল্লিতে এক পুরুষের সঙ্গে হোটেলে দেখা গেছে তাকে। যদিও কে তিনি, তা জানা যায়নি। সেই ভিডিও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে দ্রুতই ভাইরাল হয়ে পড়ে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, দিল্লির এক হোটেলে বন্ধুদের সঙ্গে খেতে গিয়েছিলেন অভিনেত্রী। কোনো এক অজ্ঞাত ব্যক্তি ভিডিও করেছেন। সেখানেই নায়িকাকে দেখে অবাক ওই ব্যক্তি। জ্যাকুলিন কার সঙ্গে বসেছিলেন বা গল্প করছিলেন তা বোঝা যায়নি। সামাজিক মাধ্যমে সেই ভিডিও দিয়ে জানতে চেয়েছেন, ইনি কি জ্যাকুলিন ফার্নান্দেজ, চিনতে পারলে বলুন?

যদিও এ ক্ষেত্রে গোপনীয়তা লঙ্ঘন নিয়ে কোনো অভিযোগ তোলেননি জ্যাকুলিন। বরং মজার ছলেই নিয়েছেন গোটা বিষয়টি। সেই ব্যক্তিকে উত্তরও দিয়েছেন নায়িকা। তিনি লিখেছেন, হ্যাঁ, ওটা আমিই। তবে দর্শকদের একাংশ তারকাদের গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

গত কয়েক বছরে এক নতুন ধারা শুরু হয়েছে। নায়ক-নায়িকারা এখন যেখানেই যান, সেখানেই গিয়ে হাজির হন ফটোসাংবাদিকরা। তা হোটেলের বাইরে হোক কিংবা কোনো অনুষ্ঠানে। এর আগে অভিনেতা রণবীর কাপুর বিরক্ত হয়েছিলেন ফটোসাংবাদিকদের কাণ্ডে। যে কমপ্লেক্সে তারা থাকেন, তার প্রায় ভেতরে ঢুকে পড়েছিলেন তারা। অভিনেত্রী কারিনা কাপুর খান ও সাইফ আলি খান কড়া ভাষায় নির্দেশ দিয়েছেন, যেন তাদের সন্তানদের ছবি না তোলা হয়।

সম্প্রতি স্কুলের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে শাহিদ কাপুরের মেয়ে মিশার ছবি তোলায় ক্ষুব্ধ হয়েছিলেন নায়ক।