হোটেল নির্মাণের ছাড়পত্র আছে কি?

সংবাদদাতা: হোটেল, মোটেল ও রেস্তোরাঁ এখন দেশের প্রতিটি জেলা, উপজেলা, পাড়া ও মহল্লায় ছড়িয়ে আছে। আমাদের দৈনন্দিন জীবনে খাওয়া-দাওয়া ও থাকার জন্য আমরা প্রায়ই এগুলোর উপর নির্ভর করি। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি, যে পরিষেবা আমরা নিচ্ছি তা কতটা সঠিক ও স্বাস্থ্যসম্মত? একটি হোটেল নির্মাণে যে সকল কাগজপত্র ও অনুমতি প্রয়োজন, সেগুলোর সব কি তাদের আছে? এখন সময় এসেছে এই প্রশ্নগুলো নিয়ে ভাবার।
একটি বৈধ হোটেল পরিচালনার জন্য যেসব প্রয়োজনীয় কাগজপত্র ও ছাড়পত্র থাকা আবশ্যক, সেগুলো হলো:
১. জেলা প্রশাসকের কার্যালয় থেকে হোটেল, মোটেল ও রেস্তোরাঁর জন্য নিবন্ধন সনদ।
২. সিটি কর্পোরেশন, পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স।
৩. বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থেকে ছাড়পত্র।
৪. পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র।
৫. ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে ছাড়পত্র।
৬. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে ছাড়পত্র।
৭. স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI) থেকে ফুড লাইসেন্স।
৮. আয়কর (TIN) এবং মূল্য সংযোজন কর (VAT) এর জন্য জাতীয় রাজস্ব বোর্ড (NBR) থেকে রেজিস্ট্রেশন।
৯. কোনো কোনো ক্ষেত্রে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ওয়াসা, ডিপিডিসি বা তিতাস গ্যাসের অনুমতি।
১০. বিদ্যুৎ, গ্যাস ও পানিসহ অন্যান্য ব্যবস্থাপনার বাণিজ্যিক কাগজপত্র।
১১. কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ছাড়পত্র।
সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডির অনুসন্ধানী দল রাজধানী ও তার বাইরের শত শত হোটেল পরিদর্শন করে দেখেছে, অনেক প্রতিষ্ঠানের কাছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত পরিপূর্ণ ছাড়পত্র পাওয়া তো দূরের কথা, তাদের ন্যূনতম ট্রেড লাইসেন্সও নেই। যে সকল সরকারি দপ্তর এই প্রতিষ্ঠানগুলো তদারকির দায়িত্বে আছে, তারা সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করছেন বলে মনে হয় না। এর ফলে, একদিকে যেমন সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে, তেমনি জনস্বাস্থ্যও মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।