হোটেল ব্যবসায়ী গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালীতে শামীম আহমেদ (৪২) নামের এক হোটেল ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা তাকে গুলি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গুলিবিদ্ধ শামীমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। হাসপাতালে শামীমের ভাই মো. আজাদ জানান, মহাখালী সাততলা বস্তি এলাকায় তাদের নিরিবিলি নামে একটি খাবারের হোটেল আছে। শিমুল, লিটন, মনির, মল্লিকসহ স্থানীয় কয়েকজন সন্ত্রাসী তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে না পারায় এই সন্ত্রাসীরা মঙ্গলবার ভোরে বাসায় ঢুকে তাদের ওপর হামলা চালায়। পিস্তলের বাট দিয়ে শামীমের মাথায় আঘাত করা হয়। এ সময় শামীম তাদের প্রতিহত করতে গেলে তারা গুলি করে।

মঙ্গলবার সন্ধ্যায় তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘ব্যবসায়ীর স্বজনেরা মামলা করেছেন। তদন্ত শুরু হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।’