হোয়াইটওয়াশ হয়ে সাবেকদের সমালোচনার মুখে পাকিস্তান

ঘরের মাঠ রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। সাবেক তারকা ক্রিকেটাররা শান মাসুদের নেতৃত্বাধীন দলকে রীতিমতো তুলোধুনে করছেন।

সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ পাকিস্তানের সংবাদমাধ্যম পিটিআইকে বলেছেন, ‘এটা কষ্টের, আমাদের ক্রিকেট এই পর্যায়ে এসেছে। এই সিরিজে যেভাবে আমাদের ব্যাটিং ভেঙে পড়েছে, তা খুব বাজে লক্ষ্মণ। দলের এমন পারফরম্যান্সের জন্য আমি শুধু খেলোয়াড়দের দোষ দেব না, কারণ গত দেড় বছরে বোর্ডে (পিসিবি) যা কিছু হয়েছে এবং অধিনায়কত্ব ও ম্যানেজমেন্টের পরিবর্তন দলকে প্রভাবিত করেছে।’

সাবেক অধিনায়ক ইনজামাম উল হক বলেছেন, ‘অতীতে সেরা দলগুলোকে হারানোর জন্য হোম সিরিজকে সবসময় আমাদের সেরা সুযোগ হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু এর জন্য তো ব্যাটসম্যানদের রান পেতে হবে। আমাদের ব্যাটাররা অতীতে রান পেয়েছে, কিন্তু এই মুহূর্তে আমি মনে করি, এই সংকট কাটিয়ে উঠতে তাদের মানসিক দৃঢ়তা দরকার।’

সাবেক অধিনায়ক ইউনিস খান বলেছেন, ‘আমাদের ব্যাটসম্যানেরা অতীতে রান পেয়েছে। কিন্তু এ মুহূর্তে আমার মনে হয় এই বিপর্যয় কাটিয়ে উঠতে তাদের মানসিকভাবে শক্ত হতে হবে এবং পরিষ্কার চিন্তা ভাবনা করতে হবে।’

পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক ইকবাল কাসিম বলেছেন, ‘আমাদের এখন সরফরাজ নেওয়াজ, ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার বা শোয়েবের সক্ষমতার পেস বোলার নেই। তাই আমাদের এখন ঘরের মাঠে টেস্ট জেতার জন্য স্পিনারদের ওপর ভরসা করা উচিত।’