অর্থনৈতিক প্রতিবেদক : হোলসিম বাংলাদেশকে কিনে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গতকাল বুধবার লাফার্জ সুরমার পরিচালনা পর্ষদের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, হোলসিম বাংলাদেশের ১০০ শতাংশ শেয়ারের মালিকানা কিনে নেবে লাফার্জ সুরমা সিমেন্ট। ক্রয় বাবদ কোম্পানিটিকে ১১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার গুনতে হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯২৮ কোটি টাকা।
এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামী বছরের ৩১ জানুয়ারি, ২০১৭ কোম্পানির বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ জানুয়ারি।
শেয়ারহোল্ডারদের সম্মতির পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।