
উত্তরা প্রতিনিধিঃ রাজধানী ঢাকা উত্তরা, হাউজ বিল্ডিং এলাকায় মেইন রোডের পার্শে গড়ে উঠেছে ১৫ (পনের) তলা বিশিষ্ট ভবন হোসেন টাওয়ার এই ভবনের ২য় তলায় রয়েছে ন্যাশনাল ব্যাংক, নিচ তলায় রয়েছে অটোপার্সের শতাধিক দোকান, ৩য় তলায় মোবাইল ও কম্পিউটার মার্কেট। এছাড়াও অন্যান্য ফ্লোরে কলেজ ও ফ্যাশন টেকনোলজী এন্ড ম্যানেজমেন্টসহ বড় বড় শিল্প প্রতিষ্ঠানের অফিস। প্রতিদিন মার্কেটে আসা এবং অফিস মালিক ও ক্রেতা সাধারণ ভবনের সামনে মেইন রোডে রাস্তার পার্শে গাড়ি পার্কিং করে রাখার কারণে তীব্র যানযটের সৃষ্টি হয়। উত্তরার ব্যস্ততম এলাকাগুলোর মধ্যে হাউজ বিল্ডিং এলাকাটি অত্যান্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট প¦ার্শেই রয়েছে রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজ, উত্তরা ইউনির্ভাসিটি, বিজিএমই ইউনির্ভাসিটি সহ শতাধিক স্কুল কলেজ। হোসেন টাওয়ারের প¦ার্শে অবস্থিত এস.আর. টাওয়ার, নর্থ টাওয়ার, এস.আর টাওয়ার, মাস্কট টাওয়ার ঐ ভবন গুলোর মধ্যেও রয়েছে প্রতিষ্টিত ব্যবসায়ীক নেত্রীবৃন্দের অফিস ও বিভিন্ন বিদেশী বায়ারদের অফিস, ফলে সেখানে প্রতিদিন হাজার হাজার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ব্যবসায়ীক মহল ও সাধারণ জনসাধারণের আনাগোনা রয়েছে। সম্প্রতি হাউজ বিল্ডিং এলাকায় প্রসাশনের সাথে ক্রাউট সদস্যসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যানজট নিরসনের জন্য লাইন দিয়ে ফুট অভার ব্রীজের মাধ্যমে জনসাধারনকে পারাপারের কাজ চালিয়ে যাচ্ছে। তা স্বত্তে¡ও প্রতিদিন সেখানে রাস্তার প¦ার্শে লাইন ধরে গাড়ি দাঁিড়য়ে থাকার কারণে যানজট লেগেই থাকে। হোসেন টাওয়ারের সামনে মেইন রোডের প¦ার্শে গাড়ি পার্কিং করে রাখার কারণ জানতে চাইলে ড্রাইভার এবং গাড়ীর মালিকগণ জানান হোসেন টাওয়ার এর গাড়ি পার্কিং এর জায়গাটি এখন দূর্ব্যত্বদের দখলে। তাই তারা সেখানে গাড়ি রাখতে না পারার কারণে রাস্তার প¦ার্শে গাড়ি রাখে। সূত্রে জানা যায়, রাজধানীর গাড়ি চুরাকারবারীর কিছু সদস্য চুরা গাড়ির বিভিন্ন পারর্স গুলো এনে এই মার্কেটের গাড়ির পার্কিং এলাকায় বিক্রি করে। গত ০২ (দুই) বৎসর যাবৎ তারা জোর পূর্বক জায়গাটিতে অবৈধ দোকান নির্মাণ করে সেখানে অবৈধ ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। সূত্রে আরও জানা যায় এই চক্রটি দীর্ঘদিন যাবৎ এই এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। তাই তারা ভবনের গ্রাউন্ড ফ্লোরটি সন্ত্রাসীদের আকড়া বানিয়ে সেখানে সরকার বিরোধী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। স্থানীয় জনগণের কাছে বিষয়টি জানতে চাইলে তারা জানান রাজউকের কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজসে তারা সেখানে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে।
এ বিষয় সর্ম্পকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী অর্থরাজই অফিসার জোন-২ এর জনাব আতাউর রহমান এই প্রতিবেদকে জনায় সরকারের নিয়ম অনুযায়ী বাণিজ্যিক ভবনের নিচ তলায় কার পার্কিং এর জায়গায় কোন অবৈধ স্থাপনা থাকতে পারবে না। এ ব্যাপারে আমরা খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিব এবং অবৈধ দখলদারদের বিরোদ্ধে ব্যবস্থা নিব।