হোয়াইট হাউজে ওবামার সঙ্গে ট্রাম্পের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর নিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করেছেন নির্বাচনে সদ্য বিজয়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউজে এ বৈঠক করেন তারা।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের ক্যামেরা ও চোখ এড়িয়ে হোয়াইট হাউজের সাউথ লন দিয়ে প্রবেশ করেন ট্রাম্প। পরে বারাক ওবামার সঙ্গে দেড় ঘন্টাব্যাপী বৈঠক করেন তিনি।

বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে কিছু ছিল জটিল, কিছু ছিল মজার। আমি প্রেসিডেন্টের (ওবামা) সঙ্গে পরামর্শসহ ভবিষ্যতে একসঙ্গে কাজ করার প্রত্যাশী।’

ওবামাকে সম্বোধন করে ট্রাম্প বলেন, ‘আপনার সঙ্গ পাওয়াটা অনেক সম্মানের। ভবিষ্যতে আপনার কাছ থেকে আরো বেশি সময় পাওয়ার প্রত্যাশী।’ এসময় ট্রাম্প ওবামাকে ‘ভালো মানুষ’বলেও উল্লেখ করেন।

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে ওবামার সঙ্গে এ সাক্ষাৎ করলেন ট্রাম্প।

ওবামা বলেন, ‘আমাদের দেশ যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে, সেসব বিষয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প আমার দলের সঙ্গে কাজ করার যে আগ্রহ প্রকাশ করেছেন তাতে আমি উৎসাহিত বোধ করছি। আমি বিশ্বাস করি রাজনৈতিক দল ও রাজনীতির চেয়ে এখন আমাদের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করার এবং ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।’

তিনি বলেন, ‘নবনির্বাচিত প্রেসিডেন্ট, আমি আপনাকে সর্বোপরি বলতে চাই, আপনার সাফল্যের জন্য আপনাকে আমরা সব ধরণের সহযোগিতা করব। কারণ আপনার সফলতা মানে দেশের সফলতা।’