বিনোদন ডেস্ক : হ্যাকারের কবলে পড়েছিল বলিউড অভিনেতা হৃতিক রোশানের ফেসবুক পেজ।
গতকাল সোমবার পেজটি হ্যাকিংয়ের পর হ্যাকার কয়েক মিনিট হৃতিকের ফেসবুকে লাইভেও ছিল। এমনকি এ অভিনেতার প্রোফাইল ছবি পরিবর্তন করে নিজের ছবি সেখানে ব্যবহার করেছিল।
বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই নিজের ফেসবুক পেজটি ডিঅ্যাক্টিভেট করে দেন হৃতিক। এরপর তিনি আবার তা উদ্ধার করতে সক্ষম হন।
পরবর্তীতে ফেসবুকে একটি পোস্ট করে অ্যাকাউন্ট ফিরে পাওয়ার খবরটি ভক্তদের জানান হৃতিক। ফেসবুকে তিনি লেখেন, ‘আমার ফেসবুক পেজটি একজন হ্যাক করেছিল। এ বিষয়ে পদক্ষেপ নিয়েছি। পেজটি এখন আমার।’
এর আগে ই-মেইল আদান প্রদান নিয়ে অভিনেত্রী কঙ্গনার রাণৌতের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন হৃতিক। বিষয়টি পরবর্তীতে আইনি লড়াই পর্যন্ত গড়ায়। এবার হ্যাক হলো তার ফেসবুক পেজ।