হ্যাটট্রিক করলেন সিয়াম-পরীমনি

প্রায় তিন মাস আগে মুক্তি পায় সিয়াম পরীমনি অভিনীত সিনেমা ‘বিশ্বসুন্দরী’। এই সিনেমাতেই প্রথম জুটি বাঁধে সিয়াম ও পরীমনি। এখানেই শেষ নয় তাদের অভিনীত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ রয়েছে মুক্তির অপেক্ষায়। এবার শোনা যাচ্ছে আরো একটি সিনেমায় জুটি বাঁধতে চলেছে এই দুই তারকা। ছবিটির নাম ‘বায়োপিক’। এই ছবির মধ্য দিয়ে পর পর তিনটি সিনেমায় একসাথে দেখা যাবে এই জুটিকে।

পরীমনি নিজে তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সিনেমার কথা জানিয়েছেন। ছবির ক্যাপশনে লেখা, ‘১৪ তারিখ সবসময় আমাদের জুটির (সিয়াম পরীমনি) জন্য সৌভাগ্যের। বিশ্বসুন্দরী থেকে বায়োপিক!’

সিয়ামকে ট্যাগ করে লিখেছেন, ‘ আরও একবার সহ্য করতে হবে আমাকে’।

১৪ মার্চ (রোববার) দুপুরে নতুন ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তাঁরা। ঈদের পর শুরু হবে শুটিং। ছবিতে সিয়াম রাহুল চরিত্রে আর পরীমনি রূপা মির্জা চরিত্রে অভিনয় করবেন। ছবিতে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন সিয়াম।