ক্রীড়া প্রতিবেদক : হ্যামস্ট্রিং চোটে মুশফিকুর রহিম দলের বাইরে। বাংলাদেশ যখন নেলসনে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে ব্যস্ত তখন মুশফিক গিয়েছিলেন হাসপাতালে।মুশফিকের চোট গুরুতর নয় বলেই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বৃহস্পতিবার এমআরআই করিয়েছেন টেস্ট দলপতি। এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পরই সুখবর দিয়েছে বিসিবি। গুরুতর কোনো চোট মুশফিকের এমআরআই রিপোর্টে ধরা পড়েনি। হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১ টিয়ার ধরা পড়েছে।
চোট সারাতে দ্রুতই রিহ্যাব শুরু করবেন মুশফিকুর রহিম। টিম ম্যানেজম্যান্ট তাকে টেস্ট সিরিজের জন্য প্রস্তুত করবে।
অবশ্য ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও খেলবেন না মুশফিক। টেস্টে শতভাগ ফিট পেতেই সীমিত পরিসরে মুশফিককে সরিয়ে নিচ্ছে টিম ম্যানেজম্যান্ট।
প্রসঙ্গত, প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পরেন মুশফিক। চোট পাওয়ার পর কিছুক্ষণ মাঠে থাকলেও পরবর্তীতে ব্যাটিং ছেড়ে মাঠ থেকে উঠে যান তিনি।


