আল-আমীনঃপ্রাথীর পিতা মৃত খন্দকার খোকা মাষ্টার এর পুত্র খন্দকার আবুল হায়াত সোনা,আজ বুধবার বিকালে ৫টায় তার ওয়ার্ডের নেতাকমীদের নিয়ে মেহেরপুর নিবার্চন অফিসের মনোয়ন পত্র জমা দেন সে বর্তমান ১নং ওয়ার্ড আওয়াগীগের সাধারন সস্পাদক হিসাবে দ্বায়িত পালন করিতেছে। আগামী ৩১শে অক্টোবর ২০১৬, ইউনিয়ান পরিষদের নিবাচনে ১নং ওয়ার্ড খন্দকার পাড়া সাধারন মানুষের পাশে থেকে সেবা করিবার সুযোগ চান ভোটারের ভোট চান সবার কাছে দোয়া চান।