
চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্ণফুলী থানা পুলিশ একটি সফল অভিযানে দীর্ঘ ০৭ বছর ধরে আত্মগোপনে থাকা এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ০৫টি সাজা পরোয়ানাসহ মোট ০৬টি সিআর গ্রেফতারী পরোয়ানা মুলতবি ছিল।
গ্রেফতারের বিস্তারিত কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শরীফ-এর নেতৃত্বে এএসআই(নিঃ) রুহুল আমিন এবং এএসআই(নিঃ) শাকিল আহাম্মেদসহ পুলিশের একটি চৌকশ দল গত ১৮ অক্টোবর, ২০২৫ তারিখ সন্ধ্যা ৬:০০ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় তারা গ্রেফতার করেন মোঃ ইউছুপ-কে। তিনি কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকার বাসিন্দা।
গুরুত্বপূর্ণ পরোয়ানাগুলো পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ ইউছুপের বিরুদ্ধে সাজা সংক্রান্ত সিআর-৫৯২/১৮, সিআর-৫৭৮/১৮, সিআর-১৪৬/২৩, সিআর-৬৬৫/১৮, এবং সিআর-৮৯৫/১৮ সহ মোট ছয়টি মামলার পরোয়ানা মুলতবি ছিল।
অফিসার ইনচার্জ মুহাম্মদ শরীফ জানান, আইনকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে লুকিয়ে থাকা এই আসামিকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতের নির্দেশ মোতাবেক যথাযথ পুলিশি হেফাজতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই ধরনের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের বিরুদ্ধে কর্ণফুলী থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।