০৭ বছর আত্মগোপনে থাকা ওয়ারেন্টভুক্ত ইউছুপ আটক; বাকলিয়ায় ইয়াবাসহ ধরা পড়ল জিয়া

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুটি থানা—কর্ণফুলী ও বাকলিয়া—পৃথক অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য দেখিয়েছে। একটি অভিযানে ০৫টি সাজাসহ ০৬ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে, অন্যদিকে অন্য অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

১. কর্ণফুলী থানা: ০৭ বছর পলাতক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শরীফ-এর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি মোঃ ইউছুপ (৩৬) গ্রেফতার হয়েছেন।

গ্রেফতারের কারণ: আসামির বিরুদ্ধে ০৫টি সাজা পরোয়ানাসহ মোট ০৬টি সিআর গ্রেফতারী পরোয়ানা মুলতবি ছিল।

পলাতক সময়: আসামী দীর্ঘ ০৭ বছর ধরে পলাতক ছিলেন।

গ্রেফতারস্থল: গত ১৮/১০/২০২৫ তারিখ সন্ধ্যা ৬টার দিকে চান্দগাঁও থানাধীন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কর্ণফুলী থানা পুলিশ জানিয়েছে, ইউছুপকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। এই ধরনের সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ধরতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

২. বাকলিয়া থানা: ২৮১০ পিস ইয়াবা উদ্ধারসহ মাদক কারবারি আটক
মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে সিএমপি’র বাকলিয়া থানা পুলিশ। চাক্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই(নিঃ) মোবারক হোসেন-এর নেতৃত্বে এক অভিযানে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

আটককৃত: মোহাম্মদ জিয়া (৩৬)। তিনি বর্তমানে কক্সবাজারের উখিয়া এলাকার বাসিন্দা।

উদ্ধার: তার কাছ থেকে মোট ২৮১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

স্থান: গত ১৭/১০/২০২৫ খ্রিষ্টাব্দ রাত ১০:১৫ ঘটিকার সময় বাকলিয়া থানাধীন নতুন ফিশারিঘাট এর সামনে ব্রীজের উপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত জিয়ার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাকলিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ মনে করছে, চট্টগ্রাম অঞ্চলে মাদক পাচারের একটি চক্রকে ধরতে এই অভিযান সহায়ক হবে।

সিএমপি’র এই জোরালো অভিযান প্রমাণ করে যে আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে।