১মাস পার হলেও রিক্তা হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি, মূল রসহ্য কি?

এম এ হান্নান ভোলা : ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের চরকুমারিয়া সাকিনে গত ০৯-০২-২০১৭ইং তারিখ আনুমানিক দুপুর ৩.০০ টার সময় ঘটে যাওয়া আলোচিত হত্যা গৃহবধু আমেনা আক্তার রিক্তা। এই হত্যাকান্ডটি অবশেষে কোন দিকে অগ্রসর। ১ মাস পার হলেও হত্যাকারীরা ধরা ছোয়ার বাহিরে রয়েছে অতঃপর প্রভাবশালীদের ইঙ্গিতে উল্টো মিথ্যা মামলা দায়ের এবং খোলা-মেলা আকাশের নিচে ঘুরিয়ে বেড়াচ্ছে রিক্তা হত্যাকারীরা। কেনো হত্যাকারীদেরকে গ্রেফতার করা হচ্ছেনা? তা জানতে চায় এলাকাবাসী। রিক্তা হত্যাকান্ডে কারা জড়িত ছিলো? প্রশাসন সত্য জিনিসটি কি উদঘাটন করতে পারছে না তার মধ্যে প্রভাবশালীদের ফোনে সব কিছু জিম্মি হয়ে পড়েছে। এই শাহনাজ কাকি কে?, কেনো ওই দিন দুপুর বেলা রিক্তা আক্তারের ২টি সন্তানকে ভাত খাওয়াতে নিয়েছিলো কি কারনে তা জানতে চায় সাধারণ মানুষ। দীর্ঘ ৬ টি বছর কেটে গেলো কোনোদিন ডেকে একবেলা ভাত খেতে নেয়নি শাহনাজের পরিবার কিন্তু ওইদিন কেনো ডেকে নিয়ে ১ ঘন্টা শাহনাজের বাসায় করে রেখে পরে মেয়ে দুটিকে ছেড়ে দিয়েছে বলে জানাযায়।
৯বছর পূর্বে ভোলা সদর উপজেলা উত্তর দিঘলদী ইউনিয়নের চরকুমারিয়া এলাকার বাসিন্দা মোঃ ইউসুফ কাজীর ছেলে মোঃ জাকির হোসেন কাজী(৩২)এর সঙ্গে ইসলামিক শরিয়াহ মোতাবেক বিবাহ হয় আমেনা আক্তার রিক্তা (২৬) এর সাথে। বিবাহের পর থেকেই যৌতুকের জন্য নেমে আসে রিক্তার উপর এক নির্মম নির্যাতন। আমেনা আক্তার রিক্তা একই এলাকার নুরুল ইসলামের মেয়ে।
এলাকা সূত্রে জানায়,গত ০৯-০২-১৭ ইং তারিখ সকাল বেলা শ^শুর বাড়ি থেকে ২টি কন্যা সন্তান অনিকা (৮), মারিয়া (৩)কে নিয়ে ঘুইংগার হাট হাফিজ ইব্রাহীম আদর্শ একাডেমিতে নিয়ে যায়। দুপুর ১২.০০ টার দিকে রিক্তা ও দুটি কন্যা সন্তানসহ স্কুল থেকে নিয়ে বাসায় ফিরে। বাসায় এসে দুপুরের রান্না বান্নার কাজ শুরু করে রিক্তা। তার মধ্যেই রিক্তা তার মায়ের কাছে সংসারের খরচের জন্য ৫ হাজার টাকা মোবাইল ফোনে চেয়েছিলো। রিক্তা ওইদিন সকালে স্বামী জাকির হোসেনের কাছেও টাকা চেয়েছিলো জাকির টাকা দিতে অস্বিকার করেছে। তবে রিক্তার সংসারে খচর সবকিছু বহন করতে রিক্তার মা-বাবা কিন্তু স্বামী জাকির হোসেন কিছুই দিতে না।
দীর্ঘ ৯টি বছর এভাবে কাটিয়ে দিয়েছিলো রিক্তা। আরো স্বামী’র ব্যবসা বানিজ্যের জন্য ৯ লক্ষ টাকা দিয়েছিলো বলে জানা যায়। বাড়ির বর্তমান বসত ঘর খানা তাও রিক্তার পরিবারের টাকা দিয়ে নির্মান করা বলে জানা যায়। প্রায় সময় রিক্তাকে মারধর করতো জ¦ালা যন্ত্রণা দিতো জাকির হোসন এর পরিবারের সদস্য’রা। আরো জানা যায়, বিভিন্ন বে-সরকারি এনজিও সংস্থা থেকে বসত বাড়ি নির্মান করার জন্য ঋণ নিয়েছিলো রিক্তা। ওই এনজিও টাকা পরিশোধ করতে পারবে না বিধায় রিক্তাকে হত্যা করতে পারেও বলে মনে করেন এলাকাবাসি ও রিক্তার পরিবার। তবে বে-সরকারি এনজিও গুলোতে নিয়ম হলো ঋণ নিয়ে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন তাহলে ওই ঋণ মওকুফ হয়ে যায় বলে জানা যায়।
এবিষয়ে জাকিরের পরিবারের কাছে জানতে চাইলে তারা বলেন, (রিক্তার শ^াশুরী ) মনোয়ারা বেগম রিক্তার বাসায় গিয়ে, দেখি দড়জা জানালা সব বন্ধ কিন্তু পিছনের দড়জাটি খোলা। সেখান থেকে ঘরে প্রবেশ করে দেখি রিক্তা আড়ার সঙ্গে ঝুলে আছে। তখনি পা দুটি লাড়ালাড়ি করি কোনো সারা শব্দ পাইনি এবং কোনো কথাও বলেনা রিক্তা। ওই মূহুর্তে ঘরে থাকা ধাও হাতে নিয়ে কোপ দিলে লাশটি মাটিতে পরে যায়।এসময় ডাক চিৎকার দিলে বাড়ির লোকজন সব এগিয়ে আসে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
প্রিয় পাঠক, ঘটনার দিন সরে জমিনে গিয়ে দেখা, রিক্তার শ^াশরী হলো একেবারে বয়স্ক নিজেও হাটা চলা করতে বড় দ¦ায়। বসত ঘরের যে আড়াগুলো রয়েছে তা একেভারে উপরে যেহেতু বিল্ডিং ঘরের আড়া। রিক্তাকে বাঁচাতে হলে দুটি টেবিল সমতুল্য উচুঁ প্রয়োজন। তবে কিভারে ধাও দিয়ে কোপ দিয়ে বাঁচালো (মাথায় কিছু ধরেনা)। যেহেতু বসত ঘরের আড়াগুলো অনেক উপরে। তার পাশাপাশি রিক্তার শ^াশুরী মনোয়ারা বেগম তিনি একটু সর্ট প্রকৃতির মানুষ, এবং ঘটনা স্থল থেকে যে প্রাথমিক তথ্যটি দেখা চোখে তাতে কোনোভাবে রিক্তার গলায় ফাঁসের আত্মহত্যার চিন্হ দেখা যায়নি। তবে চেহারা/মুখমন্ডল একটু লাল বর্ণের ছিলো। ঘটনাটি কি বালিশ চাপার ভিতরে পরেছিলো (বুঝে আশে না) তাহলে এখানে কি হতে পারে ?
ওই দিন মোঃ শাওন কোথায় ছিলো ? শাওনের বাবা কেথায় ছিলো? ও তার ফুফু খায়রুন বিবি কোথায় ছিলো? মনে হয় নিজ বাসায় ঘুমিয়ে ছিলো। দিন দুপুর বেলা কি বাড়িতে অন্য ব্যক্তিরা প্রবেশ করে হত্যা করেছে আর তারা ঘুমিয়ে ছিলো!!
জাকির হোসেন বাদী হয়ে রিক্তার পরিবারের বিরুদ্ধে যে মামলাটি দায়ের করেছে। সি.আর মামলায় লেখা হয়েছে, আমেনা আক্তার রিক্তার কান্ড দেখে আমার ছোট কন্যা সন্তান দুটি দেখে চিৎকার দিয়েছিলো।
প্রিয়ও পাঠক, ওইদিন দুপুর বেলা শাহানাজ কাকি কন্্যা সন্তান দুটিকে ডেকে ভাত খাওয়াতে নিয়েছিলো তাহলে ওই বসত ঘরে কারা ছিলো কে চিৎকার দিয়েছে?
সংবাদ-কর্মীদের সাথে বলা হয়েছে, রিক্তার শ^াশুরী গিয়ে দেখে আড়ার সঙ্গে লাশটি ঝুলছে ওই মুহুর্তে ধাও দিয়ে কোপ দিয়ে মাটিতে ফেলে ডাক চিৎকার দিয়েছে। ঘরে কোনো সাড়া শব্দ না পেয়ে বসত ঘরে প্রবেশ করে দেখা লাশটি মাটিতে পড়া অবস্থায় দেখিছি।
সি.আর মামলায় বলা হয়েছে, রিক্তার আত্বাীয় স্বজনেরা পরিকল্পিতভাবে হত্যা করেছে।
তবে রিক্তা হত্যাকান্ডটি নিয়ে এলাকাবাসির মধ্যে বিভিন্ন ধরনের কথা উঠে, কেউ বলে জাকিরের পরিবারের সদস্যরা হত্যা করেছে। আবার কেউ বলে সন্তান দুটিকে সরিয়ে রেখে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এসকল তথ্য খুজে বের করতে হলে সিআইডি প্রয়োজনও বলে মন্তব্য করেন এলাকাবাসি।
এদিকে ওই হত্যাকান্ডের পিছনে প্রভাবশালীদের হাত রয়েছে এবং হত্যার পরে টাকার বান্ডিল পড়ে সব কিছু দামা চাপা হয়ে গেছে। এই প্রভাবশালী কারা?
এবিষয়ে রিক্তার পরিবার অভিযোগ করে বলেন, আমার মেয়েকে হত্যা করেছে। রিক্তাকে প্রায় সময় রিক্তার শ^শুর বাড়ির লোকজন জ¦ালা যন্ত্রণা করতে এবং মাঝে মধ্যে মারধরও করতে তাতে আমার মেয়ে কোনো সময় আত্মহত্যার কথাও বলেনি। ৯ বছর হয়েছে বিবাহের বয়স, ৯ বছরের যাবতীয় সাংসারিক খরচ সব কিছু আমাদের পরিবার থেকে বহন করতাম। জামাই জাকিরের কাছে টাকা পয়সা চাইলে দিতোনা বলতে আজকের আমার কাছে টাকা নেই দেখো তোমার মায়ের কাছে আছে কিনা। জামাই জাকির ঢাকা শহরে গাড়ির ব্যবসা করে ওই গাড়ি কেনার টাকা তাও আমরা দিয়েছি এবং যখনি আমার মেয়ে রিক্তা টাকা চাইতো তখনি আমরা টাকা দিতাম। আমার মেয়ে আত্মহত্যা করার মতো সন্তান না ও যদি আত্মহত্যা করতে তাহলে আগেই করতো। এখন দুটি সন্তানের মা হয়ে আত্মহত্যা কেনো করবে। ওর যাবতীয় খরচ তো আমরা দিচ্ছি। আমার মেয়ে খেয়ে না খেয়ে সংসারটি ফুলের মতো সাজিয়েছে। এখন ফুলের মতো সংসার সাজানো শেষ আর মেয়েকে হত্যা করাও শেষ। আসামিরা ঘুরা ফেরা করছে পুলিশ গ্রেফতার করছেনা। এলাকার স্বনামধন্য ব্যক্তিরা টাকা পয়সা খেয়ে সবকিছু দামা চাপা দিয়ে রেখেছে।
প্রিয়ও পাঠক এই স্বনামধন্য ব্যক্তিরা কারা? আমরা তুলে আনবো সত্য ঘটনা।
উল্লেখ্য, গত ০৯-০২-২০১৭ ইং তারিখ অনুমান দুপুর ৩.০০ টার দিকে উত্তর দিঘলদী চরকুমারিয়া ১নং ওয়ার্ডে অবস্থিত নিজ বসত ঘর থেকে রিক্তা আক্তারের লাশ উদ্ধার করে ভোলা সদর মডেল থানার পুলিশ। লাশটি পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে। পরে ১২-০২-২০১৭ ইং তারিখ আমেনা আক্তার রিক্তার মা বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় ৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। হত্যার মামলার আসামীরা হলেন, ১)মোঃ মোশারেফ কাজী (৪২), পিতাঃ মোঃ ইউসুফ কাজী,২) মোঃ শাওন (২২), পিতাঃ মোঃ মোশারেফ হোসেন কাজী, ৩) মোসাৎ খায়রুন বেগম(২৬) স্বামী ফরিদ, ৪) মোঃ জাকির হোসেন(৩২) পিতাঃ ইউনুস কাজী, ৫) মোসাৎ মনোয়ারা বেগম(৫৮) স্বামীঃ ইউনুস কাজী, ৬) মোসাৎ শাহনাজ বেগম(২৮) স্বামী আলতাফ হোসেন। সর্ব সাং চর-কুমারিয়া ১নং ওয়ার্ড উত্তর দিঘলদী ভোলা সদর-ভোলা।
শুধু দামা চাপা দেয় না। মোঃ জাকির বাদী হয়ে ১৬-০২-২০১৭ ইং তারিখে ভোলা সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্ট-০১ এ উল্টো সি.আর মিথ্যা মামলা দায়ের করেছে রিক্তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। যাহার মামলার নম্বর ৩৬/১৭ আসামি ৭ জন, ১) পারভীন বেগম, ২) মনির হোসেন, ৩) মোঃ জসিম, ৪) নুরুল ইসলাম, ৫) শাহানুর বেগম, ৬) তারেক,৭) শাহীন ওরপে সোহাগ, সাং উত্তর দিঘলদী ভোলা সদর ভোলা। তবে এই মামলায় উল্লেখ করা হয়েছে। আমার স্ত্রী’র সঙ্গে ৭ নং আসামির সঙ্গে পরকিয়া ছিলো যাহার কারনে আমার স্ত্রীকে আমার শ^াশুরী ও সালা-সালী পরিকল্পিতভাবে হত্যা করেছে। তবে ওই সি.আর মামলার ৭নং আসামি রিক্তা পরিবারের কিছুই হয় না বটে। মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কথা উল্লেখ করেছে ওই মামলায়।
প্রিয়ও পাঠক ওই দিন দুপুর ৩.০০ টার দিকে হত্যা হয়েছে। কিন্তু রিক্তার শ^শুরের বসতঘর আর রিক্তার বসত ঘর প্রায় কাছাকাছি দুরত্ব মাত্র ৫ মিটার । যেদিনকার রিক্তা হত্যা হয়েছে সেদিনকার রিক্তার পরিবারের সদস্যরা সকলেই ঢাকায় কর্মরত ছিলেন। প্রায় অনেক বছর যাবত ঢাকা শহরে চাকুরী করেন রিক্তার আত্বীয় স্বজন বলে জানা যায়।রিক্তার মৃত্যু’র খবরটি শুনে ঢাকা থেকে ১০-০২-২০১৭ইং এসে পৌছায় ভোলা। নিজের সন্তানকে কি কেউ হত্যা করে?
ওই দিন ঘটনা স্থল থেকে রিক্তার লাশটি যে ছবি গুলো তোলা, এবং প্রাথমিক পর্যায় দেখা তাতে কোনোভাবেই গলায় ফাঁস আত্মহত্যার পরিচয় দেখা যায় না। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেহারা রুপ বিকট রুপে হতে পারে বলে অনেকে মন্তব্য করেন।এমনকি গলায় তো একটি চেইন দেখা গিয়াছে সেই চেইনটির ও একটি দাগ বা স্পর্ট থাকবে। কিন্তু মানুষ কর্তৃক যে হত্যা গুলো তা স্বাভাবিক হতে পারে। কোথাও দাগ নেই স্পর্ট নেই এটা আবার কোন ধরনের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা? একটি মানুষের কি ওজন হতে পারে ৭০-৮০ বা তার চেয়ে কম বেশি কেজিও হতে পারে। ওজনের একটি দাগ ছোট হোক আর বড় হোক থাকবে তো।
এবিষয়ে ভোলা সদর মডেল থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মীর খায়রুল কবির জানান, আমেনা আক্তার রিক্তার মা পারভীন বেগম বাদী হয়ে ৬জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যহতি রয়েছে। আসামিরা পলাতক অবস্থায় রয়েছে।
পরিশেষে, সত্য বিচারের জন্য মাননীয় প্রধান মন্ত্রী ও ভোলার সিংহ পুরুষ বানিজ্য মন্ত্রী আলহাজ¦ তোফায়েল আহম্মেদ এবং ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির তাদের হস্তক্ষেপ কামনা করেন আমেনা আক্তার রিক্তা’র অসহায় পরিবারটি। এই অসহায় পরিবারটি এলাকাবাসি আমেনা আক্তার রিক্তা হত্যার সুষ্ঠ বিচার চায়। তার পাশাপাশি ঘুষ খাওয়া প্রভাবশালীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার ও দাবী জানান।