১লা জানুয়ারি থেকে মাসব্যাপী আন্তর্জাতিক বানিজ্য মেলা শুরু

এস.এম.নাহিদ : আগামী বুধবার ১লা জানুয়ারি থেকে ৩১শে জানুয়ারি পর্যন্ত মাসব্যাপী শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা–২০২৫।বিভিন্ন পণ্যের ৩৬২টি স্টল নিয়ে গতানুগতিকের বাইরে গিয়ে এবার মেলায় কিছুটা বৈচিত্র্য থাকছে। নতুন বাংলাদেশে নতুন আঙ্গিকে বসছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

জুলাই গণ-অভ্যুত্থানে পাওয়া নতুন বাংলাদেশকে তুলে ধরতে এবার থাকছে বিশেষ প্যাভিলিয়ন। ক্রেতা-দর্শনার্থীদের টিকিট কাটা ও যাতায়াতে এবার বিশেষ ব্যবস্থাও গ্রহণ করেছে আয়োজক কর্তৃপক্ষ। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

ইপিবি জানিয়েছে, ১লা জানুয়ারি বাণিজ্য মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবার সাতটি দেশ মেলায় অংশগ্রহণ করবে। এতে মোট ১১টি প্যাভেলিয়নে দেশ-বিদেশ মিলে ৩৬২টি স্টল থাকবে।জানা গেছে, এবারের মেলায় নতুনত্ব থাকছে। এর মধ্যে মেলায় প্রবেশের টিকিট কেনা যাবে অনলাইনে। টিকিট কিনতে নগদ, বিকাশসহ অনলাইন গেটওয়েগুলো ব্যবহার করা যাবে। পরে অনলাইনে দেওয়া কিউআর কোড মেলা গেটে স্ক্যান করে প্রবেশ করা যাবে।এবার মেলায় থাকবে জুলাই চত্বর। সেখানে তুলে ধরা হবে গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ভূমিকা ও আকাঙ্ক্ষা। সাধারণ মানুষ গণ-অভ্যুত্থানের বিষয়ে জানতে পারবেন।

প্রতিবার বাণিজ্য মেলায় বিআরটিসি বাস সার্ভিস থাকলেও এবার এর সঙ্গে যুক্ত করা হয়েছে উবার সেবা। কনসেশন রেটে উবারে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। মেলার সবগুলো পয়েন্ট থেকে উবার সার্ভিস দেবে। পাশাপাশি প্রতিবারের মতো এবারও বিআরটিসির ২০০টির বেশি বাস থাকবে।

এবার বাণিজ্য মেলায় থাকবে সোর্সিং কর্নার। সেখানে গার্মেন্টস ও লেদারসহ বাংলাদেশের প্রধান এক্সপোর্ট আইটেমগুলো প্রদর্শন করা হবে। এই সোর্সিং পয়েন্টের মাধ্যমে বিদেশিরা বাংলাদেশের এক্সপোর্ট আইটেমগুলোর বিষয়ে জানতে পারবেন। এ ছাড়া প্রত্যেক সপ্তাহে এক্সপোর্ট পণ্যের ওপর একটি করে সেমিনার থাকবে।ইপিবি সূত্রে জানা গেছে, এবার মেলায় পরিচ্ছন্নতার জন্য দুটি টিম কাজ করবে। এ ছাড়া পরিচ্ছন্নতায় সিটি করপোরেশনকে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

উল্লেখ্য, দেশীয় পণ্যের প্রচার-প্রসার, বিপণন ও উৎপাদনে সহায়তায় বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়। ২০২০ সাল পর্যন্ত মেলা হয়েছে আগারগাঁও শেরেবাংলা নগরে। কভিড ১৯ মহামারির কারণে ২০২১ সালে মেলা বসেনি। এরপর ২০২২ সাল থেকে পূর্বাচলে বসছে এ আন্তর্জাতিক মেলা।