আন্তর্জাতিক ডেস্ক : ১০টি পারমাণবিক বোমা তৈরির জন্য পর্যাপ্ত প্লুটোনিয়াম রয়েছে উত্তর কোরিয়ার হাতে। বুধবার দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
আনবিক বোমা তৈরিতে পুরোপুরি সক্ষমতা অর্জনে নিজেদের পারমাণবিক কর্মসূচি জোরদার করেছে উত্তর কোরিয়া। গত বছরে দেশটি পঞ্চম দফায় পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালিয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডে আঘাত হানতে সক্ষম এমন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি দ্বারপ্রান্তে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। পিয়ংইয়ংয়ের পুরোপুরি পারমাণবিক লক্ষ্যমাত্রা অর্জনের ঘোষনা নিয়ে অবশ্য বিশেষজ্ঞদের সংশয় রয়েছে।
সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর কোরিয়ার ২০১৬ সালের শেষ নাগাদ অস্ত্রে সংযুক্ত সম্ভব এমন প্রায় ৫০ কিলোগ্রাম প্লুটোনিয়াম ছিল। ১০ টি পারমাণবিক অস্ত্র তৈরিতে এগুলো যথেষ্ট।
দক্ষিণ কোরিয়া আরো জানিয়েছে, উচ্চ সমৃদ্ধশীল ইউরোনিয়াম ব্যবহার করে অস্ত্র তৈরিতে বিবেচনাযোগ্য সামর্থ্য রয়েছে উত্তর কোরিয়ার।
মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইনিস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি গত জুনে জানিয়েছিল, উত্তর কোরিয়ার কাছে ২১টিরও বেশি পারমাণবিক বোমা রয়েছে। ২০১৪ সালে এ সংখ্যা ছিল ১০ থেকে ১৬টি।