১০০ কোটিতে শাহরুখ

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’। এই সিনেমা নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহের শেষ নেই। দীর্ঘ ২ বছর পর বড় পর্দায় তাঁকে দেখার জন্য মুখিয়ে আছে ভক্তরা।

এবার এ অ্যাকশনধর্মী সিনেমা নিয়ে আরেকটি উত্তেজনাকর খবর ছড়িয়ে পড়েছে বি-টাউনে। শাহরুখ খান এ সিনেমার জন্য বড় অঙ্কের পারিশ্রমিক হাঁকিয়েছেন সেটাতো সবারই জানা। এবার জানা গেলো ‘পাঠান’ সিনেমার জন্য এই আভিনেতা নিচ্ছেন ১০০ কোটি রুপি, যা দেশটির সিনেমা অঙ্গনে আনুষ্ঠানিকভাবে সর্বোচ্চ।

‘পাঠান’ সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে। প্রধান খলনায়কের ভূমিকায় থাকছে জন আব্রাহাম।