১০০ রানেই শেষ ভারতের ইনিংস

ভারত ও অস্ট্রেলিয়ার নারী দলের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডেতে মাত্র ১০০ রানেই গুটিয়ে গেছে হারমানপ্রিত কৌরের দল। এদিকে কাল থেকে মাঠে গড়াচ্ছে বোর্ডার-গাভাস্কার পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট। ভারত দল যখন ব্যস্ত, সেই ম্যাচের আগে ব্রিসবেনে ভারত নারী দল অস্ট্রেলিয়ার মেয়েদের কাছে পাত্তাই পেল না। এ এক লজ্জার স্কোর গড়লেন হারমান প্রিতরা।

গত ১২ বছরে এটিই তাদের সবচেয়ে কম রানের স্কোর। এর আগে ২০১২ সালে অস্ট্রেলিয়ার নারী দলের বিপক্ষে ৭৯ রানে অলআউটের পর এটিই ভারত নারী দলের ওয়ানডে ফরম্যাটে সর্বনিম্ন স্কোর।

ইনিংসের তৃতীয় ওভারেই ধ্বংসযজ্ঞের সূচনা হয় স্মৃতি মান্ধানার উইকেটের মাধ্যমে। মেগান শুটের বলে বেথ মুনিকে ক্যাচ দিয়ে ফিরে যান ভারতের অন্যতম সেরা ব্যাটার। প্রিয়া পুনিয়া শুরু থেকেই ধুঁকছিলেন। তবে হারলিন দেওলের ব্যাট থেকে আসছিল রান। প্রিয়াকে ফেরান শুট। আর ১৯ রানেই হারলিনের ইনিংসকে থামিয়ে দেন অ্যাশলে গার্ডনার। অধিনায়ক হারমানপ্রিত কৌর ও জেমিমাহ রদ্রিগেজ দুজনের ব্যাটে ভর করে বড় স্কোরের স্বপ্ন দেখছিল ভারত।

ব্যক্তিগত ১৭ রানে হারমানপ্রিত ও ২৩ রান করে জেমিমাহ ফিরে গেলে ভারতের ইনিংস পুরোপুরি ধসে পড়ে। ৮৯ রানে ৪ উইকেট থেকে ১০০ রানেই অলআউট হয় ভারত। ১১ রানের ব্যবধানে তারা হারায় ৬ উইকেট। ঠিক ১০০ রানের মাথায় আউট হন তিন ব্যাটার। এমনকি শেষ তিন ওভারে কোনো রানই তুলতে পারেনি ভারত।

সব মিলিয়ে ভারত খেলেছে ৩৪ ওভারের বেশি। স্কোর জমা হয়েছে ১০০ রান। অস্ট্রেলিয়ার হয়ে মেগান শুট একাই নেন ২০ রানে ৫ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন অ্যাশলে গার্ডনার, কিম গ্রাম, অ্যানাবেল সাদারল্যান্ড ও অ্যালানা কিং।