
খেলা ডেস্কঃ টেস্ট ক্রিকেটে টি-টোয়েন্টির মেজাজে ব্যাটিং করে বিশ্ব রেকর্ড গড়েছে ভারতীয় ক্রিকেট দল। দুই তারকা ওপেনার রোহিত শর্মা ও জসবি জসওয়াল এই রেকর্ড গড়েন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে পোর্ট অফ স্পেনে মাত্র ১০ ওভারে ৯০ রান সংগ্রহের বিশ্বরেকর্ড গড়ে ভারত।
এর আগে ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্টে প্রথম ইনিংসের প্রথম ১০ ওভারে ৮০ রান সংগ্রহ করেছিল ইংল্যান্ড।
টেস্ট ইনিংসে সব থেকে কম বলে দলগত ১০০ রান পূর্ণ করার রেকর্ডও গড়ে ভারত। কুইন্স পার্ক ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১২.২ ওভারে ১০০ রান করে ভারত।
৭৪ বলে ১০০ রান পূর্ণ করে টিম ইন্ডিয়া। এত কম বলে টেস্ট ইনিংসে দলগত ১০০ রানে পৌঁছতে পারেনি আর কোনো দেশ।
প্রথম ওভারে ১২ রান করে ভারত। ৬ ওভারের মধ্যেই ৫০ রান করে টিম ইন্ডিয়া। প্রথম ১০ ওভারে ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ৯০ রান।