১০ টাকার চাল : অবশেষে ২১৯৪ কার্ড ফেরত

ঠাকুরগাঁও প্রতিনিধি :
বিভিন্ন গণমাধ্যমে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড বিতরণে অনিয়মের খবরে অবশেষে টনক নড়েছে ঠাকুরগাঁও উপজেলা প্রশাসনের।

মঙ্গলবার সংশোধনের শেষ দিন পর্যন্ত ঠাকুরগাঁওয়ের ২১টি ইউনিয়নের ২ হাজার ১৯৪টি কার্ড ফেরত দিয়েছে খাদ্যবান্ধব কর্মসূচির ইউনিয়ন কমিটি।

এর মধ্যে রুহিয়া ইউনিয়ন ৭৮টি, আখানগর ইউনিয়ন ২২টি, আঁকচা ৮২টি, বড়গাঁও ৩৪৪টি, বালিয়া ১২৮টি, আউলিয়াপুর ৫৮টি, চিলারং ৫৩টি, রহিমানপুর ২৭৮টি, রায়পুর ৬২টি, জামালপুর ১৩৮টি, মোহাম্মদপুর ১৮৮টি, সালন্দর ৩৮টি, গড়েয়া ১১৭টি, রাজাগাঁও ৫৬টি, দেবিপুর ১৫২টি, নারগুন ১০১টি, জগন্নাথপুর ৬১টি, শুকানপুকুরী ৯৪টি, বেগুনবাড়ী ৭৭টি, রুহিয়া পশ্চিম ৫৫টি, ঢোলারহাট ১৫টিসহ আরো কিছু কার্ড বিভিন্ন স্থান থেকে ফেরত এসেছে।

এর মধ্যে সবচেয়ে বেশি কার্ড ফেরত দিয়েছে বড়গাঁও ইউনিয়ন ৩৪৪টি ও রহিমানপুর ইউনিয়ন ২৭৫টি।

বড়গাঁও ইউপি চেয়ারম্যান প্রভাত কুমার সিং জানান, সরকার দলীয় লোকজন খাদ্য কমিটির তালিকা প্রণয়ন করেন। আমি সরকার দলীয় চেয়ারম্যান না হওয়ায় খাদ্য কমিটি তাদের ইচ্ছেমতো কার্ড বিতরণ করায় এ অনিয়ম হয়েছে।

রহিমানপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু জানান, আমার ইউনিয়নে কিছু কার্ড কমিটির অজান্তে একাধিক ও স্বাবলম্বী ব্যক্তির নাম আসায় ২৭৮ জনের নাম সংশোধন করা হয়েছে। পরবর্তীতে হতদরিদ্রের খোঁজ করে ১০ টাকা কেজি দরের কার্ড দেওয়া হবে।

বালিয়া ইউনিয়নের মোবারক হোসেন জানান, এই ইউনিয়নে একই পরিবারের সাতজনের নাম হতদরিদ্রের তালিকায় আসায় উপজেলায় আলোড়ন তৈরি হয়। সে খবরের প্রেক্ষিতে সব ইউনিয়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয় বিত্তবান ও স্বাবলম্বীদের কার্ড ফেরতের জন্য।

উপজেলা খাদ্য কর্মকর্তা হাফিজ উদ্দিন জানান, সরকারের খাদ্যবান্ধ কর্মসূচিতে অনিয়মের কারণে চেয়ারম্যানদের সংশোধনের সুযোগ দেওয়া হয়েছিল। উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ২ হাজার ১৯৪টি কার্ড ফেরত দিয়েছেন।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার ও খাদ্যবান্ধব কমিটির সভাপতি আশরাফুল ইসলাম জানান, বিভিন্ন ইউনিয়নে অনিয়মের মৌখিক ও লিখিত অভিযোগ পাওয়ার পরে এই সংশোধনের কাজ করা হয়েছে। এখন সঠিক হতদরিদ্রের নাম বের করে কার্ড দেওয়া হবে। যেন সরকারের এ কার্যক্রম সফল করা যায়, সেজন্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি।