আন্তর্জতিক ডেস্ক : ১১৮ যাত্রীসহ লিবিয়ার একটি যাত্রীবাহী বিমান ছিনতাই করা হয়েছে। সেটিকে মাল্টায় জোর করে নামানো হয়েছে। ফ্রিকিয়াহ এয়ারওয়েজ এ কথা নিশ্চিত করেছে।
স্থানীয় প্রচার মাধ্যম জানায়, ফ্রিকিয়াহ এয়ারওয়েজের হয়ে এয়ারবাস এ-৩২০ বিমানটি লিবিয়ার অভ্যন্তরীণ রুটে যাচ্ছিল। এমন সময় বিমানটির গতিপথ পাল্টে ফেলা হয়। বিমানটি কোথায় যাচ্ছিল তা তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
প্রাথমিক খবরে বলা হচ্ছে, বিমানে দুই ছিনতাইকারী রয়েছে। তারা এরই মধ্য বিমানটি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে।
মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মুস্কেট বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্য প্রস্তুত রযেছে।
মাল্টা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, একটি জরুরি নিরাপত্তার দল পাঠানো হয়েছে।
রয়টার্স সংবাদ সংস্থার ফটোগ্রাফার জানান, তিনি বেশ কয়েকজন সৈন্যকে যেতে দেখেছেন। এ ছাড়া স্পেশাল বাহিনীর বেশকিছু গাড়িকে ঘটনাস্থলে যেতে দেখেছেন।
মাল্টাগামী বেশকিছু বিমানের গতিপথ পাল্টে ইতালির সিসিলি নিয়ে যাওয়া হচ্ছে।