লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ১১ টাকা চুরির অভিযোগে দ্বিতীয় শ্রেণির ছাত্র মো. শাওনকে (৮) বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে।
উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের হযরত সৈয়দ শাহ মিরান ( রহ.)-এর মাজার কমিটির লোকজন শাওনকে নির্যাতন করে বলে অভিযোগ ওঠে।
শুক্রবার রাতে শিশু নির্যাতনের ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
শাওন বিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র এবং ওই এলাকার দিনমজুর মো. সেলিমের ছেলে।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, গত বুধবার বিকেল ৪টার দিকে ওই মাজারের দানবাক্সের ওপর থাকা (কারো দান করা) ১১ টাকা পকেটে ঢোকানোর সময় মাজার কমিটির লোকজন তাকে আটক করে। পরে মাজারের সামনে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে তাকে পিঠমোড়া করে বেঁধে মারধর করে মাজার কমিটির লোকজন।
এ ব্যাপারে মাজার কমিটির সহসভাপতি মো. হোসেন বলেন, ‘টাকা চুরি করায় স্থানীয় লোকজন তাকে বেঁধে রাখে। মারধর করা হয়েছে কি না, আমি জানি না।’
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোতা মিয়া বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। তবু বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।