১১ লক্ষাধিক টাকার জালনোটসহ যুবক গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি : র‌্যাব-১৩ সিপিসি-২ এর নীলফামারীর ক্যাম্পের এক বিশেষ অভিযানে ১১ লক্ষাধিক টাকার জালনোটসহ যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ক্যাম্পের সহকারী পুলিশ সুপার শাহীনুর কবীরের নেতৃত্বে পঞ্চগড় জেলা সদরের ভিতরগড় পুকুরীডাঙ্গা এলাকা থেকে আশরাফুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার শাহীনুর কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আশরাফুল ওই এলাকার আব্দুল মজিদের ছেলে। তাকে গ্রেপ্তারের সময় ১১ লক্ষাধিক টাকার জালনোট ও জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। তাকে নীলফামারী ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।

আইনানুগ ব্যবস্থাসহ তাকে পঞ্চগড় থানায় হস্তান্তর করা হবে।