১২০ টাকায় পুলিশে চাকুরি ( ভিডিও )

আব্দুল আলিম-কুষ্টিয়াঃ পুলিশের চাকুরি, তাও আবার বিনা পয়সায় মাত্র ১২০ টাকায়। এমনটা শুনতে হয়তো অবাকই লাগতে পারে! আর বিনা পয়সায় ও দালাল ধরা ছাড়াই সন্তানদের চাকুরি হওয়ায় আবেগ-আপ্লুত অভিভাবকরা। আর চুড়ান্ত উত্তীর্ণ ৭৪জন নি:স্বার্থ ভাবে দেশ সেবার প্রত্যয় ব্যাক্ত করেন। এমন ভাবে চাকুরি দিতে পেরে খুশি কুষ্টিয়া পুলিশের কর্মকর্তারাও।

কুষ্টিয়ায় গত ১১ ফেব্রæয়ারি পুলিশ লাইনন্স মাঠে শুরু হয় পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে পরীক্ষা। এতে ১ হাজার ৭১৫জন চাকুরির জন্য অংশ নিলেও কঠোর অনুশীলন আর পরীক্ষার মাধ্যমে চুড়ান্ত ভাবে উত্তীর্ণ হয়ে বিজয়ের হাসি হাসেন মাত্র ৭৪জন। এর মধ্যে নারী আছেন ৫জন। যেসব ছেলে-মেয়েদের চাকুরি হয়েছে তাদের বেশির ভাগই নিন্ম মধ্যবিত্ত ও গরীব পরিবারের। মাত্র ১২০ টাকায় চাকুরি হওয়ায় খুশি তারা।
১২০ টাকায় চাকুরি হওয়ায় নি:স্বার্থ ভাবে দেশ সেবার প্রত্যয় ব্যাক্ত করেন তারা।

পুলিশের চাকুরি যে অর্থ ও দালাল ছাড়াও হয় সেটা বিশ্বাসই করতে পারেন না অনেক অভিভাবক। এ জন্য তারা সরকারকে ধন্যবাদ জানান। এদিকে সুপারিশপ্রাপ্তদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার খাইরুল আলমসহ অন্য কর্মকর্তারা। সেবার মানসিকতা নিয়ে চাকুরি করার অনুরোধ জানান নতুনদের উদ্দেশ্যে।

 

ভিডিও দেখুনঃ