১৪০০ বোতল ফেনসিডিলসহ দুজন আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : জেলার সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৪০০ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার ভোরে এই অভিযান চালায় চট্টগ্রাম র‌্যাব-৭ এর একটি দল। আটককৃতরা হলো-মোহাম্মদ নুর আলম (৫০) ও মেহেদি হাসান (১৯)।

চট্টগ্রাম র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, মহাসড়কের বড় দারোগার হাট এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ট্রাক জব্দ ও দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।