১৪৫ পেট্রোল বোমাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাফরুল থেকে ১৪৫টি পেট্রোল বোমাসহ মো. হানিফ নামে(৩৫) একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কাফরুলের আমানত শাহ হাউজিং এলাকা থেকে হানিফকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪৫টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, হানিফকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোনো নাশকতার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা আছে কি না আমরা তা খতিয়ে দেখছি।