
ক্রাইমপেট্রোলবিডিঃ গত ১৩/০৫/২০২০ইং তারিখে পুলিশের উপর হামলার ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিশেষ অভিজান চালিয়ে মুল আসামি রাশিদাসহ এদের গ্রেফতার করা হয়।
সূত্র জানায়, ১৩/০৫/২০২০ইং তারিখে আনুমানিক সকাল ১১টার দিকে পুলিশ করোনায় জনসমাগম নিয়ন্ত্রনে কাজ পরিচালনা করার সময় কথা কাটাকাটির জের ধরে এই হামলার ঘটনা ঘটে। জনসমাগন এড়াতে কিছু অটোরিক্সা আটকে করলে রাশিদা নামের একজন পুলিশের সাথে কথা কাটাকাটি করে। এক পর্যায়ে ডিউটিরত পুলিশের উপর ইট ও পাথর নিক্ষেপ করতে থাকে রাশিদার লোকজন। পুলিশ নিরাপত্তার জন্য ঘটনাস্থল ত্যাগ করলে তাদের গাড়ি ভেঙ্গে দেয়া হয়।
পরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে ধারা ১৪৩, ৩৪১, ৩২৩, ৪২৭, ১৮৬, ৩৩২, ৩৩৩, ৩৫৩, ১০৯ এ মামলা দায়েরসহ প্যানেল কোড ১৯৭৪ এর বিশেষ ক্ষমতা আইন ১৫(৩) এ চালান করে দেয়। মামলা বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিনখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শামীম হোসেন।
সূত্র থেকে আরো জানা যায়, রাশিদা ঐ সকল অটো রিক্সা থেকে মাশোয়ারা আদায় সহ আরো অনেক অবৈধ কাজের সাথে জড়িত।