মিরপুর : তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৪ হাজার রানের মাইলফলক অতিক্রম করেছেন মুশফিকুর রহিম।
ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে এ মাইলফলক অতিক্রম করেন মুশফিক। ৪০০৯ রান করে আউট হন তিনি।
৪ হাজার রানের ক্লাবে পৌঁছতে ১২ রান পিছিয়ে ছিলেন মুশফিক। ১৬তম ওভারে আলিদ রশিদের বলে লং অনে সিঙ্গেল নিয়ে চার হাজার ক্লাবে পৌঁছান মুশফিক।
১৫০তম ইনিংসে ৪ হাজার রানের মাইলফলক অতিক্রম করেন মুশফিকুর রহিম। বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে সবার আগে এ ক্লাব অতিক্রম করেন সাকিব আল হাসান। ১৩৬ ইনিংস প্রয়োজন হয় সাকিবের। এক ইনিংস বেশি খেলে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এ ক্লাবে প্রবেশ করেন তামিম ইকবাল।
আন্তর্জাতিক ক্রিকেটে হাশিম আমলা সবচেয়ে কম ইনিংস খেলে ৪ হাজার রানের মাইলফলক অতিক্রম করেন। ৮১ ইনিংসে আমলার ব্যাট থেকে আসে চার হাজার রান। ৮৮ ইনিংসে এ ক্লাবে প্রবেশ করেন স্যার ভিভ রিচার্ডস। ৪ হাজার রান পেতে বিরাট কোহলি খেলেন তৃতীয় সর্বোচ্চ ৯৩ ইনিংস।