আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ব্যাংক ও আদালতের সময়সূচি নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক ও সুপ্রিম কোর্ট।
আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক হয়। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
সচিব বলেন, গত ২৪ আগস্ট থেকে দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসে সকাল আটটা থেকে কাজ শুরু হয়। চলে বেলা তিনটা পর্যন্ত। ওইসময় বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।


