১৫ ফেব্রুয়ারি শুরু অমর একুশে গ্রন্থমেলা

আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলা ২০২২। তবে, মেলা শেষ হওয়ার দিন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সংস্কৃতি মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর গণমাধ্যমকে জানান, বইমেলা আয়োজনের ব্যাপারে প্রধানমন্ত্রীর দপ্তরের সম্মতি পাওয়া গেছে। আগামী ১৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি মেলার উদ্‌বোধন করবেন।

এ আগে গত মঙ্গলবার অমর একুশে গ্রন্থমেলার সময়কাল নির্ধারণের প্রস্তাব দেন প্রকাশক নেতারা। বাংলা একাডেমি আয়োজিত এক বৈঠকে প্রকাশকেরা ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত এবারের গ্রন্থমেলা আয়োজনের প্রস্তাব দেন। এ সময় বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ জানান, নভেল করোনাভাইরাস পরিস্থিতির কারণে অমর একুশে গ্রন্থমেলা বিষয়ে আয়োজিত বৈঠকে প্রকাশকেরা চলতি বছরের বইমেলা আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত সময়সীমায় আয়োজনের প্রস্তাব দিয়েছেন।