১৬০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের বায়েজিদ থানার নতুনপাড়া থেকে ১৬০০ পিস ইয়াবাসহ নুরুল কবির (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বায়েজিদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন জানান, ১৬০০ পিস ইয়াবাসহ নুরুল কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তিনি বেশ কিছুদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল।