১৬৮ রান করেছে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক : লাসিথ মালিঙ্গার প্রত্যাবর্তনের দিনে তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটিতে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে অসিদের ব্যাটিংয়ের আমন্ত্রন জানান লঙ্কান অধিনায়ক উপল থারাঙ্গা।

ঘরের মাঠে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান করে অস্ট্রেলিয়া। জয়ের জন্য ১৬৯ রান দরকার লঙ্কানদের।

শ্রীলঙ্কার নিয়ন্ত্রিত বোলিংয়ে ফিফটির দেখা পাননি স্বাগতিক কোনো ব্যাটসম্যানই। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৪৩ রান আসে অধিনায়ক অ্যারন ফিঞ্চের ব্যাট থেকে। ৩৪ বলে ২ চার ও সমান ছয়ে ৪৩ রান করেন তিনি।দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান আসে ক্লিনগারের ব্যাট হতে। এছাড়া ম্যাথু হেড ৩১, মোজেস হেনরিক্স ১৭ এবং অ্যাস্টন টার্নার ১৮ রান করেন।

বল হাতে দীর্ঘ এক বছর পর মাঠে ফিরেই নিজের সেরাটা আবারও জানান দিলেন লাসিথ মালিঙ্গা। ৪ ওভার হাত ঘুরিয়ে ২৯ রানের খরচায় ২টি মূল্যবান উইকেট তুলে নেন লঙ্কান অভিজ্ঞ এ বোলার। এছাড়া একটি করে উইকেট নেন ভিখুম সঞ্জয়া বান্দ্রা, গুনারত্বে ও সান্দাকান।