
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের কালজয়ী অধ্যায় নিয়ে নির্মিত ও মির্জা সাখাওয়াৎ হোসেনের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে ‘একজন মহান পিতা’ শিরোনামে চলচ্চিত্র।
গতকাল শুক্রবার দেশব্যাপী বিভিন্ন হলে মুক্তি পেয়েছে ‘একজন মহান পিতা’ সিনেমাটি। নির্মাতা সূত্রে জানা গেছে বেশ কিছু হলে চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে। এর মধ্যে বগুড়ার ‘মম ইন সিনেপ্লেক্স’, নওগাঁর আত্রাইয়ের ‘সেভেন স্টার সিনেপ্লেক্স’, খুলনার ‘চিত্রালী’, ময়মনসিংহের ‘পূরবী’, নাভারণ যশোরের ‘তুলি’, ইশ্বরগঞ্জের ‘সোনালী’, নাগরপুরের ‘ফাল্গুনী’, টাঙ্গাইলের মধুপুরের ‘মাধবী’ এবং ফুলবাড়ীর অবকাশ সিনেমা হলে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। দ্বিতীয় সপ্তাহে রাজধানী ঢাকার একাধিক হলে চলচ্চিত্রটি মুক্তি পাবে।
মুক্তিযুদ্ধের এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নবাগত মির্জা আফরিন, হিমেল রাজ, আলভী সরকার, শেখ শাহ আলম, শ্যামল কান্তি নাগ, রাশেদুল ইসলাম রাজিব, রাকিব হোসেন, সাজু আহমেদ, রাশেদ রেহমান, আব্দুর রাজ্জাক খোকন সাগরিকা মন্ডল, সৃষ্টি মির্জা। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা মির্জা সাখাওয়াৎ হোসেন।
বঙ্গমাতা সাংস্কৃতিক জোট নিবেদিত চলচ্চিত্রের নির্বাহী প্রযোজক শেখ শাহ আলম, সিনেমাটোগ্রাফার সৈয়দ রাশিদুল হাসান। সিনেমা প্রসঙ্গে পরিচালক বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সীমাহীন উদারতার একটি বিষয়কে উপজীব্য করে বেশ কয়েক বছর আগে এই গল্পটি লিখেছিলাম। এটির বাস্তবরূপ দেওয়ার জন্য এগিয়ে আসেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি শেখ শাহ আলম। তার আগ্রহ এবং সহযোগিতায় চলচ্চিত্রটি আলোর মুখ দেখতে চলেছে।’
তিনি আরো বলেন, ‘‘বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতির পিতার জন্মশতবর্ষ উপলক্ষে ‘একজন মহান পিতা’ চলচ্চিত্রটি খুব কম সময়ে শুটিং শেষ করেছি। এর মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস এই প্রজন্ম জানতে পারবেন।