১৬ এপ্রিল সকাল থেকে রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধ

নিজস্ব প্রতিবেদক : রোববার ১৬ এপ্রিল সকাল থেকে রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধ।

সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পেলে কাল থেকে পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এজন্য ঢাকা মেট্রোতে বাস ভাড়া নির্ধারণ করেছে রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটি। তাতে সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে সাত টাকা। কিলোমিটারে যাত্রীপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে এক টাকা ৭০ পয়সা।

বাংলাদেশ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ওয়েবসাইটে ২০১৫ সালের ১৬ সেপ্টেম্বরের প্রজ্ঞাপন অনুসারে ১৪১ পৃষ্ঠার চার্টে পৃথক পৃথক রুটের নির্ধারিত ভাড়া উল্লেখ করা হয়েছে। তাতে লেখা আছে, উল্লিখিত ভাড়ার অতিরিক্ত ভাড়া দাবি করা যাবে না।

বাংলাদেশ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ বলেন, রোববার থেকে রাজধানীতে সিটিং সার্ভিস থাকবে না। এর আগে ৪ এপ্রিল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তারা সিটিং সার্ভিস বন্ধের ঘোষণা দেন। একই সঙ্গে তারা আরো কয়েকটি পদক্ষেপ গ্রহণেরও ঘোষণা দেন।

রাজধানীর কোথায় কত বাস ভাড়া জানতে ক্লিক করুন।