কক্সবাজার সংবাদদাতাঃ কক্সবাজারের টেকনাফ সদরের মধ্যম জালিয়াপাড়ায় অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবা বড়িসহ দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব। আটকরা হলেন- কক্সবাজারের টেকনাফ পৌরসভার মধ্যম জালিয়াপাড়ার আবদুল কাদেরের ছেলে মো. হাসেম (৩৮), ও দক্ষিণ জালিয়াপাড়ার আলতাজ মিয়ার ছেলে মো. কামাল হোসেন (৪০)।শনিবার র্যাব-৭ কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মেজর মেহেদী হাসান জানান, টেকনাফ পৌরসভাস্থ ৮নং ওয়ার্ড মধ্যম জালিয়াপাড়া হাসেমের বসত মাদক দ্রব্য বিক্রয় হচ্ছে খবর পেয়ে শুক্রবার রাতে র্যাব-৭ টেকনাফ ক্যাম্প ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাবের নেতৃত্বে অভিযান চালায় র্যাব। এসময় হাসেম ও কামালকে গ্রেফতার করা হয়। তাদের দেখানো মতে শপিং ব্যাগ তল্লাশি করে ১৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে জব্দ ইয়াবাসহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।


