
অর্থনৈতিক প্রতিবেদক : সারাদেশে শুরু হওয়া সপ্তাহব্যাপী আয়কর মেলার ৬ষ্ঠ দিন শেষে ১ হাজার ৭২৭ কোটি ৭২ লাখ ৭ হাজার ৪৫৭ টাকা কর আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
যা ২০১৫ সালের আয়কর মেলার চেয়ে ৫ দশমিক ৩১ শতাংশ বেশি। ২০১৫ সালের একই সময়ে ১ হাজার ৬৪০ কোটি ৬০ লাখ ৪৯ হাজার ৬৮৬ টাকা কর আদায় হয়েছিল।
৬ষ্ঠ দিন শেষে মেলায় সেবা গ্রহণ করেছেন ৭ লাখ ৭৭ হাজার ১৯৪ জন। আয়কর রিটার্ন দাখিল করেছেন ১ লাখ ৪৯ হাজার ৯৯৪ জন। নতুন ই-টিআইএন নিয়েছেন ৩১ হাজার ৭৮১ জন করদাতা।
এর মধ্যে ৬ষ্ঠ দিনে আয়কর মেলায় কর আদায় হয়েছে ৩১০ কোটি ৫৯ লাখ ৬৩ হাজার ৯০৬ টাকা। আজ আয়কর রিটার্ন দাখিল করেছেন ২৮ হাজার ৮৬৩ জন করদাতা। এ দিনে নতুন ই-টিআইএন নিয়েছেন ৪ হাজার ৫৫৯ জন ও সেবাগ্রহণ করেছেন ১ লাখ ৩৯ হাজার ১৭৮ জন।
মেলার ৫ম দিন শেষে মোট আদায় দাঁড়ায় ১ হাজার ৪১৭ কোটি ১২ লাখ ৪৩ হাজার ৫৫১ টাকা, চতুর্থ দিন শেষে ১ হাজার ১৫৭ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৭৩২ টাকা, ৩য় দিন শেষে ৯৫২ কোটি ২০ লাখ ২১ হাজার ৯৯৪ টাকা, ২য় দিন শেষে ৫৩৩ কোটি ৬৯ লাখ ৮৭ হাজার ৩১২ টাকা ও ১ম দিনে আদায় হয় ১৯১ কোটি ২১ লাখ ৬৬ হাজার ৮১২ টাকা।
আজ রাজধানী ঢাকাসহ দেশের ২৩টি জেলা, ৪৪টি উপজেলায় (১৬টি ভ্রাম্যমাণ) আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল মেলার শেষ দিন।
মেলার ৬ষ্ঠ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা কর শিক্ষণ ফোরামে আয়কর বিষয়ে ধারণা নিতে মেলায় আসেন। শিক্ষার্থীরা মেলা পরিদর্শন ও আয়কর সংক্রান্ত একটি সংক্ষিপ্ত পরীক্ষায় অংশ নেন।
প্রথমবারের মতো আয়কর মেলায় ‘অনলাইন রিটার্ন দাখিল’ ব্যবস্থা চালু করেছে এনবিআর। করদাতাদের সুবিধার্থে আয়কর মেলায় বিশেষ ব্যবস্থায় ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হচ্ছে। ইউজার আইডি ও পাসওয়ার্ড গ্রহণের জন্য করদাতাদের শুধু ই-টিআইএন ও জাতীয় পরিচয়পত্রের কপি সঙ্গে আনতে হবে।
এবারের আয়কর মেলা রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় রাজস্ব ভবনে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মূক্ত।