১৮৬ বান চাই নিউজিল্যান্ডের

ক্রীড়া ডেস্ক : ২০০৫ সালের ১৭ ফেব্রুয়ারি অকল্যান্ডের ইডেন পার্কে ইতিহাসের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টির এক যুগ পূর্তির দিনে আজ একই মাঠে একমাত্র টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

ইডেন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৫ রানের বড় পুঁজি গড়েছে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য স্বাগতিকদের চাই ১৮৬ রান।

দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন হাশিম আমলা। তার ৩৪ বলের ইনিংসটি সাজানো ছিল ৯টি চার ও একটি ছক্কায়।

এ ছাড়া ফাফ ডু প্লেসি ২৫ বলে ৩৬, জেপি ডুমিনি ১৬ বলে ২৯ ও ‘বার্থ ডে বয়’ এবি ডি ভিলিয়ার্স ১৭ বলে ২৬ করে দলের বড় সংগ্রহে অবদান রাখেন।

নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও কলিন ডি গ্র্যান্ডহোম নেন ২টি করে উইকেট।