১৮ জুন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ১৪তম ও ১৬তম গ্রেডভুক্ত কর্মকর্তা–কর্মচারী নিয়োগের স্থগিত পরীক্ষা ১৮ জুন অনুষ্ঠিত হবে।

গত ৯ এপ্রিল এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে বলেছে, ১৮ জুন বেলা ৩টায় রাজধানীর পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা হবে।

প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত সহকারী পদে আবেদন করা প্রার্থীদের পরীক্ষা তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পরীক্ষা হবে। এছাড়াও স্টোরকিপার ও ক্যাশিয়ার পদে আবেদন করা প্রার্থীদের পরীক্ষা সাতরাস্তার বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকে, হিসাব সহকারী পদের আবেদন করা প্রার্থীদের পরীক্ষা সাতরাস্তার কারিগরি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে, ডেটা এন্ট্রি-কন্ট্রোল অপারেটর পদে আবেদন করা প্রার্থীদের পরীক্ষা আগারগাঁওয়ের ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করা প্রার্থীদের পরীক্ষা মোহাম্মদপুরের সাতমসজিদ রোডের গ্রাফিকস আর্টস ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ১৪তম ও ১৬তম গ্রেডভুক্ত প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা, স্টোরকিপার, ডেটা এন্ট্রি অপারেটর-কন্ট্রোল অপারেটর, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারীর শূন্যপদে জনবল নিয়োগের স্থগিত পরীক্ষা ১৮ জুন (শুক্রবার) বেলা ৩টায় অনুষ্ঠিত হবে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আরও জানিয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার পরদিন ১৯ জুন শনিবার।