১৮ বছর পর শৈশবের ক্লাবে ফিরে গোল করে স্ট্রেচারে মাঠ ছাড়লেন ডি মারিয়া

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া ১৮ বছর পর ফিরেছেন নিজের শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে। ফিরে এসেই দেখালেন নিজের ক্লাস, আবারও ফুটিয়েছেন আবেগের চূড়ান্ত প্রকাশ। গোল করেও ম্যাচ শেষ করতে পারেননি তিনি, চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়তে হয়েছে তাকে।

শনিবার (১২ জুলাই) রাতটা যেন ছিল এক আবেগঘন সিনেমার মতো। এস্তাদিও জিহান্তে দে আরোয়িতোয় যখন রোজারিও সেন্ট্রালের জার্সিতে মাঠে নামেন ৩৭ বছর বয়সী ডি মারিয়া, তখন গ্যালারিতে উপস্থিত ৪৬ হাজার দর্শক তাকে রাজকীয়ভাবে বরণ করে নেয়। অভিবাদনের জবাবে হাত নাড়ার সময় তার চোখ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রু।

তবে আবেগের পাশাপাশি ডি মারিয়া দেখালেন নিজের দক্ষতাও। আর্জেন্টিনার শীর্ষ লিগ প্রিমেরা ডিভিশনের ম্যাচে গোদোই ক্রুজের বিপক্ষে ৭৮ মিনিটে পেনাল্টি থেকে দুর্দান্ত এক গোল করেন তিনি। নিচু শটে বল পাঠান গোলবারের ডানদিকে, যা ঠেকাতে ব্যর্থ হন প্রতিপক্ষ গোলরক্ষক। সেই গোলেই রোজারিও সেন্ট্রাল এগিয়ে যায় ১-০ ব্যবধানে।

গোলের পর স্টেডিয়ামে উপস্থিত সমর্থকদের উল্লাস ছিল তুঙ্গে। উচ্ছ্বাস ছুঁয়ে যায় ভিআইপি বক্সে থাকা ডি মারিয়ার পরিবারকেও।

তবে এই আনন্দময় রাতটা শেষ হয় অম্লমধুরভাবে। ম্যাচের ৮৯তম মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের বাজে ট্যাকলে আহত হন ডি মারিয়া। স্ট্রেচারে করে তাকে মাঠ ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়, তখনও চোখে জল ফুটে ওঠে তার।

এই সুযোগে ম্যাচের মোড় ঘুরে যায়। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে গোদোই ক্রুজের পক্ষে ভিসেন্তে পোগ্গি গোল করে ম্যাচটি ১-১ সমতায় নিয়ে যান।

ম্যাচ শেষে ডি মারিয়া অবশ্য আশ্বস্ত করেন, তার চোট গুরুতর নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে শৈশবের ক্লাবে ফিরে প্রথম ম্যাচের অনুভূতি জানাতে গিয়ে লেখেন, ‘এ অবিস্মরণীয় মুহূর্তের জন্য এত বছর অপেক্ষা করেছি। এতটা ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা যে জয় চেয়েছিলাম, তা পাইনি, তবে এটি সবে শুরু। সামনে অনেক পথ বাকি। চলো, এগিয়ে যাই সেন্ট্রাল!’

১৯৮৮ সালে আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের রোজারিওতে জন্ম ডি মারিয়ার। মাত্র ৪ বছর বয়সে রোজারিও সেন্ট্রাল একাডেমিতে যোগ দেন। ২০০৫ সালে ক্লাবটির মূল দলে অভিষেক হয় তার। এরপর ইউরোপে বেনফিকা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি, জুভেন্টাস ও আবার বেনফিকায় খেলার পর এবার ফিরে এলেন নিজের শিকড়ে।

রোজারিও সেন্ট্রালের হয়ে ডি মারিয়ার পরবর্তী ম্যাচ আগামী শনিবার, প্রতিপক্ষ লানুস।