১৮ লাখ টাকার ভারতীয় প্যান্ট উদ্ধার

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে ৩ হাজার ৬শত ৩২টি পিস ভারতীয় প্যান্ট উদ্ধার করেছে লালমনিরহাট ১৫ বর্ডার গার্ড (বিজিবি)।
শনিবার লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম ডিগ্রী কলেজ এলাকা থেকে এসব প্যান্ট পিস উদ্ধার করে।লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল বজলুর রহমান হায়াতী মালামাল আটকের বিষয় নিশিচত করে বলেন,‘ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার করা প্যান্ট পিস গুলো কাষ্টমস অফিসে জমা দেওয়া হয়েছে। প্যান্ট আটক করা সময় চোরাকারবারীরা অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল ১৮ লাখ টাকা । এছাড়াও অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।