কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশে অনুপ্রবেশের সময় নাফ নদী থেকে ১৯টি নৌকাসহ অন্তত দুই শতাধিক রোহিঙ্গাকে ফিরিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত নাফ নদীর ছয়টি পয়েন্ট দিয়ে তাদের ফিরিয়ে দেওয়া হয়।
টেকনাফ বিজিবির-২-এর উপঅধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, মিয়ানমারে সহিংসতার পর থেকে প্রতিদিনই বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করছে। এর ধারাবাহিকতায় শনিবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে নাফ নদীর জলসীমার ছয়টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বোঝাই ১৯টি নৌকা ফিরিয়ে দেওয়া হয়। যেখানে অন্তত দুই শতাধিক রোহিঙ্গা ছিল।


