১৯৭০ সালের পর থেকে পৃথিবীর বন্যপ্রাণীর সংখ্যা ৫৮ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক : ১৯৭০ সালের পর থেকে পৃথিবীর বন্যপ্রাণীর সংখ্যা ৫৮ শতাংশ কমেছে। পরিবেশবাদী গ্রুপ ডব্লিউডব্লিউএফ এবং জুয়োলজিক্যাল সোসাইটি অব লন্ডন এক যৌথ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বৈশ্বিক বন্যপ্রাণীর সংখ্যা নিয়ে ‘দ্য লিভিং প্লানেট রিপোর্ট’ শীর্ষক প্রতিবেদনটি প্রতি দুই বছর অন্তর প্রকাশিত হয়। এতে বিশ্বের বন্যপ্রাণীর হালনাগাদ সংখ্যা জানানো হয়। ২০১৪ সালে সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, গত ৪০ বছরে বন্যপ্রাণী অর্ধেকে নেমে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই ধারা চলতে থাকলে, ২০২০ সাল নাগাদ পৃথিবীর দুই তৃতীয়াংশ বন্যপ্রাণী হারিয়ে যাবে। যেসব প্রাণী লেক, নদী ও জলাভূমিতে বাস করে গত ৪০ বছরে তারা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। বন ধ্বংস, জনসংখ্যা বৃদ্ধি, দূষণ, বন্যপ্রাণীর অবাধ বাণিজ্য এবং জলবায়ু পরিবর্তনের কারণে প্রাণীদের সংখ্যা হ্রাস পেয়েছে।

প্রতিবেদনে, বিদ্যমান ৩ হাজার ৭০০ প্রজাতির মাছ, পাখি, স্তন্যপায়ী, উভচর ও সরীসৃপের কথা উল্লেখ করা হয়েছে। এ সংখ্যা পৃথিবীর মেরুদন্ডী প্রাণীর মাত্র ৬ শতাংশ।

ডব্লিউডব্লিউএফের বিজ্ঞান ও নীতি নির্ধারনী বিষয়ক প্রধান কর্মকর্তা মাইক ব্যারেট বলেন, ‘এটা বেশ পরিষ্কার, যেভাবে ব্যবসা চলছে তাতে আমরা বৈশ্বিক বন্যপ্রাণীর সংখ্যা ক্রমশ কমতে দেখছি। তবে আমরা এখন একটি অবস্থানে পৌঁছেছি যেখানে এটি চলতে দেওয়ার মতো আর কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়।’