১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতি-বিজড়িত বধ্যভূমিগুলো অরক্ষিত অবস্থাতেই

মুন্সীগঞ্জ : ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতি-বিজড়িত বধ্যভূমিগুলো অরক্ষিত অবস্থাতেই রয়েছে।

এগুলোর সংরক্ষণে সরকারের যেমন কোনো উদ্যোগ নেই। তেমনি মহৎ কোনো সমাজসেবকও এগিয়ে আসেননি। অথচ যেকোনো নির্বাচন এলেই হলো, সমাজসেবার সুযোগ চান সব প্রার্থীই।

কিন্তু সমাজ সেবার সুযোগ হেলায় হারাচ্ছেন তারা। ওই বধ্যভূমিগুলো এখন শুধু বিরানভূমিতে পরিণত হয়নি, কোনো কোনো স্থানে জন্মেছে আগাছাও।

শহরের সরকারি হরগঙ্গা কলেজের দক্ষিণ পূর্ব-কোণে অবস্থিত পাঁচঘরিয়াকান্দি বধ্যভূমি, শহরতলির কেওয়ার সাতানিখিল বধ্যভূমি ও জেলার টঙ্গিবাড়ী উপজেলার পালবাড়ি বধ্যভূমির দৃশ্য ঠিক এ রকমই। আক্ষরিক অর্থেই বিরানভূমিতে পরিণত হয়েছে বধ্যভূমিগুলো, কোনো কোনোটিতে আগাছাও জন্মেছে।

বাঙালি জাতির গৌরবময় স্মৃতির এই মাসে ঘুরে ফিরেই আসে গৌরবের কথা। গৌরবময় মানুষের কথা ভাবতে ভালো লাগে এই মাসে। বধ্যভূমিতে গিয়ে স্মৃতির পাতা ওল্টাতে কার না ভাল লাগে।

কিন্তু আগাছায় ভরা কোনো জায়গায় যেতে কী কারো ভাল লাগে? অথচ জায়গাটি হওয়ার কথা নীরব, নিথর। কবরের পবিত্রতায় বীর মানুষদের সঙ্গে হওয়ার কথা কানাকানি। কিন্ত কোথায় কী। কিছুই যে নেই।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৭১ সালের ৯ মে এক মেজরের নেতৃত্বে খান সেনারা শহরে ঢুকে আস্তানা গাড়ে সরকারি হরগঙ্গা কলেজের ছাত্রাবাসে। এরপর তিনতলা ছাত্রাবাসটি হয়ে ওঠে তাদের টর্চার চ্যাম্বার।

বিভিন্ন জায়গা থেকে মুক্তিযোদ্ধা বা স্বাধীনতাকামী মানুষদের ধরে এনে এখানে নির্যাতন চালানো হতো। আর নির্যাতন শেষে তাদের গুলি করে হত্যা করার পর লাশ ফেলে দেওয়া হতো কলেজের দক্ষিণের দিকে একটি গর্তে।

১৯৭১ সালের ১১ ডিসেম্বর ভোরে খান সেনারা শহর থেকে পালিয়ে গেলে মুন্সীগঞ্জ শহর হানাদার মুক্ত হয়। কলেজের দক্ষিণের ওই গর্তে পাওয়া যায় ৩৬ টি লাশ। সেই থেকে ওই জায়গাটিকে চিহ্নিত করা হয় বধ্যভূমি হিসেবে।

এর স্বীকৃতিও মেলে ১৯৭২ সালে। একটি স্মৃতিফলকও স্থাপন করা হয় সেখানে। এরপর ২০০৬ সালে বধ্যভূমিটির স্থানে তৈরি করা হয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ।

প্রতিবছর ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে এই স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে বীরদের জানানো হয় শ্রদ্ধা।

এদিকে স্বাধীনতার এতগুলো বছর পরও সদর উপজেলার পাচঘড়িয়াকান্দি (চরশিলমন্ডি) ও কেওয়ার সাতানিখীল গ্রামের বধ্যভূমি দুটি এখন শনাক্ত করা সম্ভব হয়নি। কোনো স্মৃতিচিহ্ন নেই সেখানে।

কেওয়ার সাতানিখীল গ্রামের একটি খালের পাড়ে নিয়ে ১৬ জনকে হত্যা করা হয়। এ ছাড়া নাম না জানা অনেক মানুষকে হত্যা করা হয় এক বাগানবাড়িতে।

জেলার টঙ্গিবাড়ী উপজেলার আব্দুল্লাপুরের পালবাড়ি বধ্যভূমির নাম এখনো ইতিহাসের পাতায় ঠাঁই পায়নি। অথচ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে খান সেনারা ওই বাড়ির মালিকসহ সেখানে আশ্রিত ১৯ জনকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে।

পাল বাড়ির মালিক অমূল্যধন পাল, তার ভাই মনোরঞ্জন পাল, মিহির পালসহ সব আত্মীয়স্বজন সেই সময় ওই বাড়িতেই ছিল। বাড়িতে প্রবেশ করে ব্যাপক লুটপাটে মেতে ওঠে খান সেনারা। এরপর বাড়ির লোকজনকে হত্যা করে লাশ ফেলে দেয় বাড়ির পাশের পুকুরে।

দীর্ঘ প্রায় ২৮ বছর পর আব্দুল্লাপুর ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান শহীদ মোল্লা একটি স্মৃতিফলক নির্মাণ করেন পালবাড়ির পুকুর পাড়ে। ১৯৯৮ সালের মহান স্বাধীনতা দিবসে এই ফলকটি উদ্বোধন করা হয়।

এই বধ্যভূমিটির ইতিহাস সংরক্ষণ ও উন্নয়নে সরকারি পর্যায়ে কোনো কালেই কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে শহীদ অমূল্যধনের নাতি-নাতনিরা অভিযোগ করেন। এই পালবাড়িতে খান সেনাদের হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য কেউ বলতে পারেনি।