
‘হৃদয়ে বাংলাদেশ’কে ধারণ করে ১৯ বছরে পদার্পণ উপলক্ষে কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছে দেশের প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল চ্যানেল আই।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ অক্টোবর সকাল থেকেই মিলনমেলা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর চ্যানেল আই প্রাঙ্গণ। রোববার সকাল ১১টায় কেক কেটে দিনব্যাপী বর্ণিল আয়োজনে জন্মদিন উদযাপন উদ্বোধন করা হয়।
চ্যানেল আই প্রাঙ্গণে কেক কাটায় অংশ নেন চ্যানেল আই’র পরিচালনা পর্ষদের আবদুর রশিদ মজুমদার, জহির উদ্দিন মাহমুদ মামুন, ফরিদুর রেজা সাগর, মুকিত মজুমদার বাবু, রিয়াজ আহমেদ খান, রবিউল ইসলাম, শাইখ সিরাজসহ সমাজের বরেণ্যজন এবং শুভানুধ্যায়ীরা।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে চ্যানেল আই পথ চলছে। এ জন্য তাদেরকে শুভেচ্ছা। বাংলাদেশে স্যাটেলাইট চ্যানেলের যাত্রা শুরুর আগেই যারা চ্যানেলের কথা ভেবেছিল তারা হচ্ছেন ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজ। চ্যানেলটি আজ উনিশ বছরে পা রাখল। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে পথ চলা এ চ্যানেলটির জন্য শুভ কামনা জানাই।
চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, আমরা পরিকল্পনা করেছিলাম ১ তারিখে আমরা কি করব। সে পরিকল্পনা আমরা রাখতে পারছি না। কারণ এত এত দর্শক এত কেক পাঠাচ্ছেন, এত শুভেচ্ছা জানাচ্ছেন যে, দর্শকদের জন্যই আমরা পরিকল্পনা পরিবর্তন করেছি।
চ্যানেল আই’র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, যারা শুভেচ্ছা জানাতে এসেছেন তাদেরকে ধন্যবাদ। এটা আপনাদের পরিবারেরই একটা অংশ আপানারা নিজেদের বাড়িতে এসেছেন। দেশ ও দেশের বাইরে যত দর্শক আছেন তাদের সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের পাশে যারা ছিলেন যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।
এছাড়া দেশের বিভিন্ন জেলাসহ দেশের বাইরেও জন্মদিনের অনুষ্ঠানমালার মধ্য দিয়ে পালিত হচ্ছে চ্যানেল আইয়ের ১৯ তম জন্মদিন। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রহরে কেক কাটার মধ্য দিয়ে দিনব্যাপী বর্ণিল আয়োজনে জন্মদিন উদযাপন শুরু হয়। জন্মদিন উপলক্ষে দেশের শীর্ষ দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে চ্যানেল আই।
সেখানে চ্যানেল আইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও বাণী দিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।
১৯৯৯ সালের ১ অক্টোবর যাত্রা শুরু করে চ্যানেল আই। দুই বছর পর এদিন চালু হয় সংবাদ। আর ২০১৫ সালের ২০ এপ্রিল যাত্রা শুরু করে চ্যানেল আই অনলাইন।