জ্যেষ্ঠ প্রতিবেদক : পরিবেশ ও বন মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা, স্থানীয় সরকার বিভাগ, কৃষি, পানিসম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণসহ ছয়টি মন্ত্রণালয় জলবায়ুর পরিবর্তন মোকাবেলার কর্মকাণ্ডে সম্পৃক্ত। প্রতি অর্থবছরে এসব মন্ত্রণালয়ের জন্য জলবায়ু সম্পৃক্ত বাজেট বরাদ্দ দেওয়া হয়।
২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যে বরাদ্দ রাখা হয়েছে তাতে দেখা যায় মন্ত্রণালয়সমূহের মোট বরাদ্দের ১৯.২০ শতাংশই জলবায়ু সম্পৃক্ত। এর মধ্যে জলবায়ু সম্পৃক্ত ‘সক্ষমতা বৃদ্ধি’ ও ‘প্রাতিষ্ঠানিক ব্যবস্থা জোরদারকরণ’-এ বরাদ্দ রাখা হয়েছে সর্বোচ্চ। এ দুটি খাতে ২০১৭-১৮ অর্থবছরে বরাদ্দ ৪৩.৮৮ শতাংশ। ২০১৬-১৭ অর্থবছরে বরাদ্দ ছিল ৪৫.৯৩ শতাংশ। বরাদ্দের ক্ষেত্রে তারপরে স্থান পেয়েছে সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থা জোরদাকরণ ও সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা এবং জলবায়ু অভিঘাত মোকাবেলায় সক্ষম অবকাঠামো নির্মাণে।
উন্নয়ন ও অনুন্নয়ন উভয় বাজেটে নির্বাচিত ছয় মন্ত্রণালয়ের জলবায়ু সম্পৃক্ত মোট বরাদ্দ ২০১৪-১৫ অর্থবছর থেকে ২০১৭-১৮ অর্থবছর পর্যন্ত ১.২৫ শতাংশ বেড়েছে। ২০১৪-১৫ অর্থবছরে ৯,৪০৪ কোটি টাকা থেকে শুরু করে ২০১৭-১৮ অর্থবছরে ১৪,৬৩৩ কোটি টাকায় দাঁড়িয়েছে। উন্নয়ন বাজেটে জলবায়ু সম্পৃক্ত বরাদ্দ ২০১৪-১৫ অর্থবছর থেকে ২০১৭-১৮ অর্থবছর পর্যন্ত ১১৭.৩৫ শতাংশ বেড়েছে। এ সময়ে অনুন্নয়ন বরাদ্দ বেড়েছে ২৯.৩৩ শতাংশ। এছাড়া ২০১৪-১৫ অর্থবছর থেকে ২০১৭-১৮ অর্থবছর পর্যন্ত নির্বাচিত ছয় মন্ত্রণালয়ের জলবায়ু সম্পৃক্ত বরাদ্দ গড়ে জিডিপির প্রায় ০.৭০ শতাংশ।
সরকার দীর্ঘমেয়াদে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সমন্বিতভাবে অভিযোজন কৌশল ও করণীয় ঠিক করতে ‘ন্যাশনাল অ্যাডাপ্টাশন প্লান (এনএপি) প্রণয়নের রুটম্যাপ প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে একথা বলেন।
তিনি আরো বলেন, সরকারের নিজস্ব অর্থায়নে গঠিত জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় ২০১৬-১৭ অর্থবছরে ৪৪টি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প গ্রহণ করা হয়েছে।
জীববৈচিত্র্য আইন, ২০১৭ জারি করা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, আইন জারির কারণে জীববৈচিত্র্য সনদের বা কনভেনশন অন বায়োলোজিক্যাল ডাইভারসিটির (সিবিডি) অংশীদার হিসেবে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হয়েছে। ন্যাশনাল বায়োডাইভারসিটি স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান অব বাংলাদেশ ২০১৬-২১ প্রণয়ন করা হয়েছে। তাছাড়া সমগ্র উপকূলজুড়ে সবুজ বেষ্টনী স্থাপনের পরিকল্পনার অংশ হিসেবে ইতোমধ্যে সবুজ বেষ্টনী স্থাপনযোগ্য উপকূলীয় এলাকা চিহ্নিত করা হয়েছে।
‘বঙ্গোপসাগরে ১ হাজার ৭৩৮ বর্গ কি.মি. এলাকা জুড়ে দেশের একমাত্র ‘মেরিন প্রটেকটেড এরিয়া’ ঘোষণা করা হয়েছে। উপকূলীয় এলাকায় ষাট এবং সত্তরের দশকে নির্মিত বেড়িবাঁধের সংস্কার কাজও শুরু হয়েছে’ বলেও জানান তিনি।


